Wednesday, November 5, 2025

‘খারাপ লাগে, কষ্ট হয়’, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বললেন চ‍্যাহাল

Date:

শুরু হয়ে গিয়েছে দিন গোনা। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি ম‍্যাচ খেলতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট টিম ইন্ডিয়া। প্রস্তুতিতে ব‍্যস্ত রোহিত শর্মার দল। একেবারে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান অক্ষর প‍্যাটেল। দলে জায়গা করে নেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চ‍্যাহেলের। এর আগে এশিয়া কাপের ঠিক পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও জায়গা পাননি চ‍্যাহেল। আর এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিন এক সাক্ষাৎকারে নিজের হতাশা আর লুকিয়ে রাখতে পারেননি তিনি।

এদিন এক সাক্ষাৎকারে চ‍্যাহেল বলেন,” এটা যেহেতু বিশ্বকাপ, তাই সেই দলে শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই সুযোগ পেতে পারেন। সেই টিমে কখনও-ই ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রাখা সম্ভব নয়। অবশ্যই আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল, এগিয়ে যাওয়া। আসলে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল।” পরপর দু’টি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি চ‍্যাহাল। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হল না। এতে রীতিমতো হতাশ তিনি।

এদিকে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ায় বাদ পড়তে হয়েছে চ‍্যাহালকে। এই নিয়ে তিনি বলেন,”আমি সেই অর্থে খুব বেশি এসব নিয়ে ভাবি না। কারণ আমি জানি যদি আমি ভালো পারফরম্যান্স করি, তবে আমি খেলব। কেউ না কেউ শেষ পর্যন্ত ভবিষ্যতে আপনাকে প্রতিস্থাপন করবেই। সেই সময় একদিন আসবেই।”

এরপরই তিনি আরও বলেন,” আমি এই ভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করি। অবশ্যই ওরা ভালো করছে এবং আমি এর জন্য ওদের প্রশংসা করব। মূল লক্ষ্য হল, ভারতের জয় পাওয়াটা। কারণ এটি কোনও ব্যক্তিগত খেলা নয়। আমি দলের অংশ হই বা না হই, ওরা আমার ভাইয়ের মতো। আমি চ্যালেঞ্জটি পছন্দ করি। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমি দলে ফিরতে পারি।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে, অ্যাথলেটিক্সে সোনার পদক ভারতের

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version