Tuesday, November 11, 2025

গাজিয়াবাদের পার্কে তরুণীকে যৌ.ন হেন.স্তার অ.ভিযোগ তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে  

Date:

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি পার্কে তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে।  অভিযুক্ত ৩ পুলিশকর্মী। হবু স্বামীর সামনেই এই অপকর্ম চালানো হয় বলে অভিযোগ। এমনকী ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ হাজারা টাকা দাবিও করে পুলিশকর্মীরা। কোনক্রমে অভিযুক্তদের থেকে নিস্তার পান যুগল। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত ১৬ সেপ্টেম্বর। গাজিয়াবাদের সাই উপবন সিটি পার্কে দুপুরে গল্প করছিলেন যুগল। অভিযোগ, সেখানে কিছুক্ষণ পর হাজির হন কীর্তিমান তিন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে দুজন ইউনিফর্মে ছিলেন। একজনের ছিল সাধারণ পোশাক। তরুণীর অভিযোগ, এক পুলিশকর্মী তার হবু স্বামীকে মারধর করেন। তাঁর গোপনাঙ্গে স্পর্শ করা হয়। এমনকী এক পুলিশকর্মী ওই ঘটনার পরে বারবার তাঁকে ফোন করে বিরক্ত করেন। এমনকী গভীর রাতে বাড়িতেও হাজির হন।

এর পর বাধ্য হয়ে পুলিশের আপাতকালীন নম্বরে ফোন করেন তরুণী। সেই ফোন পৌঁছায় গাজিয়াবাদ থানায়। জানা গিয়েছে, তিন অভিযুক্তেরা হলেন কনস্টেবল রাকেশ কুমার, হোম গার্ড দিগম্বর এবং আরও একজন। তরুণীর অভিযোগ, পার্কে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে ও পুরুষ সঙ্গীকে হেনস্তা করে পুলিশকর্মীরা। দশ হাজার টাকার দাবি জানান তাঁরা। ইচ্ছে না থাকলেও নিষ্কৃতি পেতে এক হাজার টাকা দিতে বাধ্য হন তিনি।

তরুণী জানান, “রাকেশ কুমার আমার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। জোর করে গোপনাঙ্গে হাত দেন। আমরা ওদের হাতেপায়ে ধরলেও ছাড়েনি। তৃতীয় ব্যক্তি ৫ লক্ষ টাকা দাবি করে।” তিন পুলিশকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। গাজিয়াবেদের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত রাকেশ কুমারকে সাসপেন্ড করা হয়েছে। দিগম্বরের দফতরকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। আপাতত তিনজনই পলাতক।

 

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version