Thursday, May 15, 2025

“মোদি-গিরিরাজদের জেদের জেরে বাংলায় মানুষ মরছে”, তোপ অভিষেকের

Date:

বাংলায় নির্বাচনে বার বার হেরে রাজ্যের মানুষের প্রতি বঞ্চনা করছে কেন্দ্রের সরকার। à§§ লাখ ৯৫ হাজার কোটি টাকা পাওনা আমাদের। ওরা টাকা আটকে রেখেছে। এই মোদি-গিরিরাজদের জেদের জেরে বাংলায় মানুষ মরছে। সোমবার রাজঘাটে সাংবাদিক বৈঠক করে এভাবেই সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গিরিরাজকে পাল্টা তোপ দেগে জানালেন, “করুন সিবিআই তদন্ত। কেউ দোষ করলে শাস্তি পাক। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই ৪ টে জেলায় দুর্নীতি হয়েছে তবে তার জন্য বাকিরা কেন বঞ্চিত হবে?”

এদিন সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকেও বিজেপি বলেছে চারটি জেলায় সমস্যায় রয়েছে। তাহলে সেটা প্রমাণ করুন। তর্কের খাতিরে যদি মেনে নিই তাহলে বাকিদের দিচ্ছে না কেন?‌ ১৯১১ সাল থেকে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে। রাজধানীকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এই সরকার সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দুর্নীতি হলে সেটা তদন্ত করুন। কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করে। আমাদের তাতেও আপত্তি নেই। যদি দুর্নীতি ধরতে পারে তাহলে যে বা যারা জড়িত তাদের শাস্তি দিক। কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন?‌” শুধু তাই নয়, বাংলায় একের পর এক মৃত্যুর ঘটনার দায় মোদি-গিরিরাজদের উপর চাপিয়ে অভিষেক বলেন, “মাটির দেওয়াল চাপা পড়ে à§© শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। এই পরিবারের আবাস যোজনায় নাম ছিল। পাকা বাড়ি পেলে ওই শিশুদের মরতে হত না। এই মোদি-গিরিরাজদের জেদের জেরে এরা এদের সন্তান হারিয়েছে। ২ বছরে একটা টাকা ছাড়েনি এরা।”

এরপরই সুর চড়িয়ে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আজকের দিনে এই দিল্লির মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, জোরদার লড়াই হবে প্রস্তুত থাকুন। মাঠ, ময়দান, রেফারি আপনার। তৃণমূল কংগ্রেস আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। আপনার ক্ষমতা কত এবং মানুষের ক্ষমতা কত? ওরা ভোটে হেরে ইচ্ছে করে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছে। সেটা আজ সাংবাদিক বৈঠক করে স্বীকার করে নিয়েছে। দেরিতে হলেও সত্য বেরিয়ে পড়েছে।”

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version