মহাত্মা গান্ধীর জন্মদিবসে ‘অহিংস’ পথেই চলার বার্তা অভিষেকের

গান্ধী জয়ন্তীর দিনই রাজঘাটে বাংলার ‘বকেয়া’ আদায় করতে দিল্লিতে দু’দিনের কর্মসূচি শুরু হবে। তার আগে মহাত্মা গান্ধীর জন্মদিবসে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গান্ধীর অহিংস পথেই চলতে চান তাঁরা। তবে মহাত্মার বিচার এবং সমানাধিকারের দাবিতে যে লড়াই, তাঁকেও অনুসরণ করার কথা বলেন অভিষেক।

আরও পড়ুনঃ ”মন্ত্রী হয়েও মেয়র কীভাবে?” এবার ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন রাজ্যপালের! কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
সোমবার অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, “জন্মদিবসে বাপুকে স্মরণ করছি। তাঁর সত্য এবং অহিংসার আদর্শ শুধু আমাদের অতীতকেই তৈরি করে দেয়নি, ভবিষ্যতের পথকেও অলঙ্কৃত করে যাচ্ছে।”
এদিকে, সোমবার সকাল থেকেই দিল্লিতে একের পর এক ঢুকতে শুরু করেছে তৃণমূলের বাস। যাত্রীদের সকলকেই রাখা হয়েছে সেখানকার আম্বেদকর ভবনে। ওই ভবনে বিশ্রাম নিয়েই কর্মসূচিতে অংশ নেবেন দলের কর্মী এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার বঞ্চিত মানুষজনেরা। এই পরিস্থিতিতে সোমবার সকালেই আম্বেদকর ভবনে পৌঁছে যায় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ। ক’টি বাস এসেছে, ক’টি বাস আসবে, কারা ল্লিতে আসা কর্মীসমর্থকদের দেখভালের দায়িত্বে রয়েছেন, সেই বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ।