Friday, November 14, 2025

”মন্ত্রী হয়েও মেয়র কীভাবে?” এবার ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন রাজ্যপালের! কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

ফেলে এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এবার প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিমের পদ নিয়ে!’একইসঙ্গে একজন মানুষ মন্ত্রী, আবার কলকাতার মেয়র কীভাবে? এটা কি অফিস অফ প্রফিটের মধ্যে পড়ছে?’নবান্নের কাছে জবাব চাইলেন আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে এখনই পিছু ছাড়ছে না বর্ষা! পুজোতেও কি বৃষ্টি?

২০১৮ সালে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর, সেই পদে বসেন ফিরহাদ হাকিম। পুর আইন অনুযায়ী, মেয়র হতে গেলে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ডের কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক। সেই আইন সংশোধন করে রাজ্য। পরে অবশ্য ভোটে জিতে কাউন্সিলর হন ফিরহাদ। ২০২১ সালের ভোটে ফের কলকাতা পুরসভায় সংখ্যাগরিষ্ট পায় তৃণমূলই। ১৩৪ ওয়ার্ডে জেতেন রাজ্য শাসক দলের প্রার্থীরা। পাঁচ বছরের জন্য এবার মেয়র হন ফিরহাদ হাকিম।

রাজ্যপালের এমন এক্তিয়ার বহির্ভূত প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজ্যপাল কোনও নিয়ম-কানুনকে পাত্তা দেন না। শুধু রাজ্য সরকারের কাজকর্মে নাক গলাচ্ছে! যা ওনার অধিকারের মধ্যে পড়ে না। এই প্রথম নয়, আগেও অনেকে এভাবে দুটি পদ সামলেছে’! আনন্দ বোসকে কটাক্ষ করে তৃণমূল নেতা বলেন, ‘ওনার যদি রাজনীতি করতে এতই ইচ্ছা হয়, তাহলে রাজভবন থেকে বেরিয়ে বিজেপির অফিস থেকে যেন সেটা করেন। ক্ষমতা থাকলে নির্বাচনে লড়াই করুন। কার বিরুদ্ধে লড়তে চান, বলে দিন না। যেখানে বলবেন, সেখানে। লক্ষ ভোটে হারাব আমরা এই রাজ্যপালকে। রাজভবনে বসে বড় বড় কথা বলা বন্ধ করা উচিত।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version