দু’দিনের সফরে শহরে মোহন ভাগবত, রয়েছে একাধিক কর্মসূচি

দু’দিনের সফরে শহরে পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ভাগবত। সেখান থেকে সোজা কেশব ভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। দু’দিনের এই সফরে আরএসএস(RSS) কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেলুড় মঠেও যাবেন তিনি।

আরএসএস সূত্রে জানা গিয়েছে, সোমবার কেশব ভবনে আরএসএস কর্মীদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে ভাগবতের। সুত্রের খবর, ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সংগঠনের উপর একাধিক দায়িত্ব দেবেন ভাগবত। এছাড়া, স্বস্তিকা পুস্তিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামিকাল মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাওড়ার বেলুড় মঠে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন আরএসএস প্রধান। এরপর মঙ্গলবার রাতে কলকাতা ছেড়ে তিনি রওনা দেবেন নাগপুরের উদ্দেশ্যে।