Saturday, August 23, 2025

মাজিয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান, জোড়া গোল ক‍্যামিন্সের

Date:

এএফসি কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। ম‍্যাচে জোড়া গোল জেসন ক‍্যামিন্সের। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ড শেষে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান পোক্ত করল মোহনবাগান।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণ ঝাঁপায় দু’দল। তবে প্রথমার্ধে বেশি আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে পাল্টা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি মাজিয়াও। তবে এরই মধ‍্যে গোল পেয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে ১-০ এগিয়ে দেন ক‍্যামিন্স। বক্সের বাইরে ক‍্যামিন্স পাস দেন হুগো বৌমাসকে। প্রথম টাচটা দুর্দান্ত ছিল। ওই টাচট দিয়েই ঘুরে যান। তারপর গোলের উদ্দেশে শট নেন। প্রথম পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায়। ম‍্যাচের ৪১ মিনিটে পেনাল্টি পায় সবুজ-মেরুন। বক্সের মধ্যে আর্মান্দো সাদিকুকে ফাউল। ট্রিপ করেন মোহনবাগানের ফরোয়ার্ডকে। পেনাল্টি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হন ক‍্যামিন্স। তবে এরই মধ‍্যে ম‍্যাচে সমতা ফেরায় মাজিয়া। বক্সের বাইরে থেকে ডানপায়ে জোরালো শট ওয়াডার। বিশাল কাইথ কোনও সুযোগ পেলেন না। টপ-কর্নারে বল জড়িয়ে যায়। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। পেত্রাতোসের পাস লিস্টনের কাছে। লিস্টন বল নিয়ে বেরনোর চেষ্টা করেন। তবে ট্যাকল মাজিয়ার খেলোয়াড়রে। কর্নার মোহনবাগানের। শর্ট কর্নার নিয়ে অন্যরকমভাবে আক্রমণের চেষ্টা। বক্সের মাথা থেকে লিস্টনের শট। ব্লক করলেন মাজিয়ার প্লেয়ার। বল বেরিয়ে যায়। ম‍্যাচের ৫২ মিনিটে প্রথম পরিবর্তন মোহনবাগান সুপার জায়ান্টের। আশিস রাইকে তুলে নেন জুয়ান ফেরান্দো। নামান মনবীর সিংকে। ম‍্যাচের ৫৬ মিনিটে অল্পের জন্য গোল পেলেন না মনবীর সিং। আক্রমণটা শুরু করেন গ্লেন। দুর্দান্ত থ্রু বল বাড়ান মনবীরকে। একজন ডিফেন্ডারকে নিয়ে ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে শট মনবীরের। একটুর জন্য তেকাঠিতে থাকল না। এরপর একের পর এক আক্রমণ চালায় জুয়ানের দল। যার ফলে ম‍্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। সৌজন্যে সেই ক‍্যামিন্স। বাঁ-প্রান্ত থেকে অনেকক্ষণ করেই আক্রমণে আসছিল মোহনবাগান। এবারও সেই সাহাল উঠে আসেন। সামনে দারুণ বল বাড়ান ক‍্যামিন্সকে লক্ষ্য করে। মাজিয়ার গোলরক্ষককে পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়িয়ে দেন ক‍্যামিন্স। ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

আরও পড়ুন:আগামিকাল এশিয়ান গেমসে অভিযান শুরু টিম ইন্ডিয়ার, প্রথম ম‍্যাচে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?

 

Related articles

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...
Exit mobile version