Friday, May 16, 2025

৪ বছর পর দেখা হবে পাকিস্তান থেকে খেলতে আসা জামাইয়ের সঙ্গে, তর সইছে না ভারতীয় শ্বশুরের

Date:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপ খেলতে ভারতের এসেছে পাকিস্তান দল। আর সেই সুবাদেই দীর্ঘ চার বছর পর মেয়ে এবং নাতনির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান।

হ‍্যাঁ ঠিকই শুনছেন। পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির শ্বশুরবাড়ির হরিয়ানায়। হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান হরিয়ানার নুহ জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তাঁর মেয়ে সামিয়ার সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় পাকিস্তানের বোলার হাসান আলির। দুবাইয়ে হয় বিয়ের অনুষ্ঠান। তারপর থেকে পাকিস্তানেই থাকেন সামিয়া। মেয়ের সঙ্গে একবারই দেখা হয়েছিল মায়ের। কিন্তু বাবা সে দেশে যেতে পারেননি। এত দিন মেয়ে, জামাই, নাতনিকে দেখতে পাননি লিয়াকত। আর এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে লিয়াকত খান বলেন,” আমি আমার নাতনির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না। ২০২১ সালে সামিয়ার মেয়ে হওয়ার সময় আমার স্ত্রী ওর কাছে গিয়েছিল। কিন্তু আমি যেতে পারিনি। মেয়ে-জামাইকে ৪ বছর দেখিনি। নাতনিকে তো প্রথমবার দেখব। আশা করছি, আহমেদাবাদে ওদের সঙ্গে দেখা করতে কোনও সমস্যা হবে না। আমি আমার নাতনিকে ধরে আদর করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

জামাই পাকিস্তানের হলেও ভারত-পাক ম্যাচে অবশ্য নিজের দেশকেই সমর্থন করবেন লিয়াকত এই নিয়ে কোন দ্বিধা রাখেননি তিনি। এই নিয়ে লিয়াকত বলেন, “আমি সুনীল গাভাস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনদের খেলা দেখেছি। কিন্তু আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। এবারও আমরাই জিতব। আমি বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তুলতে চাই এবং রাহুল দ্রাবিড়কে আমার শ্রদ্ধা জানাতে চাই।”

মেয়ের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বিয়ে হওয়ায় কোনও দুঃখ নেই লিয়াকতের। এই নিয়ে লিয়াকত বলেন, “আমার মেয়ে শিক্ষিত। নিজের ভাল ও বোঝে। আর পিছনে কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না। আমার মেয়ে খুশি থাকলেই আমরা খুশি। হাসান খুব ভাল ছেলে। আমরা খুশি।”

আরও পড়ুন:নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version