দুরন্ত শতরান যশস্বীর, এশিয়ান গেমসের সেমিতে ভারত

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথম ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন কোয়ার্টার ফাইনালে নেপালকে হারাল ২৩ রানে। শতরান যশস্বী জসওয়ালের। ৪৯ বলে শতরান করেন তিনি। শতরান করে রেকর্ড গড়লেন জশস্বী। ৩৭ রানে অপরাজিত রিঙ্কু সিং।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথম ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে টিম ইন্ডিয়া। ১০০ শতরান রিঙ্কুর। ইনিংস সাজান ৭টা ছক্কা এবং ৮টা চার দিয়ে। ২৫ রান করেন অধিনায়ক রুতুরাজ। ২৫ রানে অপরাজিত শিভম দুবে। ৩৭ রানে অপরাজিত রিঙ্কু সিং। নেপালের হয়ে দুই উইকেট নেন দীপেন্দ্র সিং। একটি করে উইকেট নেন সোমপাল কামি, লামিচানে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৯ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। নেপালের হয়ে সর্বোচ্চ ৩২ রান দীপেন্দ্ররের। ২৯ রান কুশল মল্লা এবং সন্দীপ জোড়ার। ভারতের হয়ে তিনটি করে উইকেট আবেশ খান এবং রবি বিষ্ণোইর। দুটি উইকেট অর্শদীপ সিং-এর। একটি উইকেট শাই কিশোরের।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস