বাংলার মানুষ মমতার উপর আস্থা রেখেছেন: কেন্দ্রের বকেয়া আদায়ে সরব সায়নী

বাংলার বকেয়া আদায়ে দিল্লির (Delhi) যন্তরমন্তরের সামনে সরব তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের (TMC) সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন।

সায়নীর অভিযোগ, রেলের ষড়যন্ত্র সত্ত্বে শেষ মুহূর্তে বাতিল করা হয় বিশেষ ট্রেন। তাও ১৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে আপনারা এখানে এসেছেন। এরপরেই যুবনেত্রী জানান, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চান বাংলায় নয়, দিল্লিতেই বাংলা থেকে কাতারে কাতারে এসে উপস্থিত হবেন। সায়নী (Sayani Ghosh) বলেন, বঙ্গ আবাস যোজনা টাকা-সহ বিভিন্ন প্রকল্পের জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উপর আস্থা রেখেছেন।