Sunday, May 4, 2025

বাংলার মানুষের প্রাপ্য আটকে রেখে কেন্দ্র সরকারের জবরদস্তি চলবে না। বাংলা থেকে ট্যাক্স এবং জিএসটি বাবদ লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র সরকার। কিন্তু বাংলার পাওনা টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি সরকার (BJP Government)। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার ন্যায্য পাওনার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আহ্বানে বাংলার মানুষ দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছেন। মোদি সরকারের (Modi Government) থেকে এই টাকা আদায়ে বাংলার মানুষ লড়াই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব (TMC)। মঙ্গলবার দিল্লিতে ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ সামিরুল ইসলাম(Samirul Islam), সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal), সাংসদ প্রকাশ চিক বরাইক। একইসঙ্গে তাঁরা জানালেন বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই।

দোলা সেন জানান, দুর্নীতি থাকলে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষ যে টাকা পায় তা দিন। দেশের আইন রয়েছে à§§à§« দিনের মধ্যে মাইনের টাকা দিতে হয়। ২ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন। এই বেআইনি কাজের জন্য আমরা মোদি সরকারকে ধিক্কার জানাই। পৃথিবীর ইতিহাসে মানুষের লড়াই শেষ কথা। প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘লড়াই করো, লড়াই করো’ গান গেয়ে নিজের বক্তৃতা শেষ করেন সাংসদ।

প্রকাশ চিক বরাইক বলেন, সাধারণ মানুষকে কুর্ণিশ জানাই। যারা এই লড়াইয়ে রয়েছেন। আমরা এই লড়াইকে স্বাগত জানাই। বাংলার টাকা ফেরত দেওয়ার আবেদনও করলেন এদিন সাংসদও।

সাংসদ প্রতিমা মণ্ডল জানান, ১০০ দিনের কাজে নানান রকম মানুষ যুক্ত থাকেন। তথ্য বলছে বাংলার লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন এবং কোটি কোটি টাকা বাকি আছে। কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র সংসদ ভবন তৈরি করেছে। সেখানে উদ্বোধনীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে ডাকেননি। পিছিয়ে পড়া মানুষকে কেন্দ্র ডাকে না।

সাংসদ সামিরুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালে বাংলার মানুষ তাড়িয়েছিল বিজেপিকে। তার রাগের কারণ। ১০০ দিনের কাজের টাকায় লক্ষ লক্ষ মানুষের সংসার চলত। তৃণমূলের এই লড়াই গরিব মানুষের লড়াই। এই লড়াই চলবে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version