Thursday, August 21, 2025

সংঘাত কাটাতে আলোচনা জরুরি: কূটনীতিক সরানোর নির্দেশে সুর নরম কানাডার

Date:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। কানাডার(Canada) ৪১ কূটনীতিককে ভারত থেকে সরানোর নির্দেশ দিয়েছে ভারত। এহেন পরিস্থিতির মাঝে এবার সুর নরম করল কানাডা। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি(Melanie Joly) জানান, দেশের কূটনৈতিক সঙ্কট সমাধানের জন্য নয়াদিল্লির(New Delhi) সঙ্গে ব্যক্তিগত আলোচনা চায়।

দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে সুর নরম করে কানাডার বিদেশমন্ত্রী এদিন জানান, “আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছি। কানাডার কূটনীতিকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই আলোচনায় থাকব। কারণ আমরা মনে করি ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক আলোচনা হলে সেটাই সবচেয়ে ভালো।” প্রসঙ্গত, খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে গত ১৮ সেপ্টেম্বর ট্রুডোর ভারতকে নিয়ে অভিযোগের পর দু’দেশের সম্পর্কে চিড় ধরে। ফলে কূটনৈতিক সঙ্কট চরম আকার নেয়। কানাডার নিরাপত্তা সংস্থা এই ঘটনায় সরাসরি ভারতের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। যদিও ভারতের তরফে কানাডার সব অভিযোগ খারিজ করা হয়। এই পরিস্থিতিতে কানাডায় অবস্থিত ভারতীয় কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় ট্রুডোর সরকার।

এহেন চাপানউতোর পরিস্থিতির মাঝে ভারতে থাকা কানাডার ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় নয়াদিল্লি। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। নয়াদিল্লি তাদের হাই কমিশনে হেডকাউন্ট কমিয়ে ৪১-এ নামিয়ে আনার নির্দেশ দেয়। কারণ ভারত এবং কানাডায় সমান সংখ্যক কূটনীতিক চায় নয়াদিল্লি। তবে অটোয়াতে ভারতের যা কূটনীতিক তার তুলনায় কানাডার কয়েক ডজন বেশি বলে জানানো হয় নয়াদিল্লির তরফে। এই পরিস্থিতিতে ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দিল ভারত।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version