Tuesday, December 16, 2025

মণিপুরে হিংসার ৫ মাস, প্রধানমন্ত্রী মোদিকে ৪ প্রশ্নে বিঁধল কংগ্রেস

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) মণিপুর(Manipur ) এবং সেখানকার জনগণকে “সম্পূর্ণরূপে পরিত্যাগ” করেছেন। বুধবার মণিপুরে জাতিগত হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমনই অভিযোগ করল কংগ্রেস(Congress)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ(Jai Ram Ramesh) এক বিবৃতিতে বলেন, “এর আগে কখনও কোনও প্রধানমন্ত্রী এভাবে একটি রাজ্য এবং তার সমগ্র জনগণকে এভাবে পরিত্যাগ করেননি। বিজেপি এই রাজ্যে জয়লাভের প্রায় ১৫ মাস পর মণিপুরে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এটা প্রমাণ করে বিজেপি সরকারের নীতি এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি কতটা জঘন্য।”

উল্লেখ্য, গত ৩ মে মণিপুরে প্রথম সংঘর্ষ শুরু হয়। হিংসা দ্রুত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ধাপে ধাপে জাতিগত হিংসা গুরুতর আকার ধারণ করে। তারপর থেকে রাজ্যে কমপক্ষে ১৭৫ জন মারা গেছে এবং ৫০,০০০ জনেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। রমেশ এদিন অভিযোগ করেন, মণিপুরের হিংসা “তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের বিভাজনের রাজনীতির কারণে শুরু হয়েছে।” কংগ্রেস নেতা বলেন, রাজ্য এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সরকারগুলি উপহাসের পাত্র হয়ে উঠেছে।

তিনি বলেন, “আসলে, বিষয়গুলি খারাপ থেকে অতি খারাপে পরিণত হয়েছে। সামাজিক সম্প্রীতি সম্পূর্ণ ভেঙে গেছে। হিংসা অপরাধের ভয়ঙ্কর বিবরণ প্রতিদিনই উঠে আসছে। হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে। সশস্ত্র বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।” জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, “প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন? প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি বিধায়কদের সাথে দেখা করেছিলেন? শেষ কবে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে সে রাজ্যের মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করেছিলেন?

Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version