অনুপ মাজিকে আগাম জা.মিন দিল না আদালত!

কয়লা কাণ্ডে আগাম জামিন পেলেন না অনুপ মাজি (Anup Maji) ওরফে লালা। বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই বাঁকুড়া জেলা আদালতের বিচারক মনজ্যোতি ভট্টাচার্য সেই আর্জি খারিজ করে দেন। ২০১৭ সালের ১৫ জুলাই মেজিয়া থানায় কয়লা কাণ্ডে অনুপ মাজি (Anup Maji)ওরফে লালার বিরুদ্ধে মামলা দায়ের হয়। কয়লা কেলেঙ্কারির (Coal scam)ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের (CBI)শীর্ষ তালিকায় নাম রয়েছে এই প্রভাবশালী ব্যবসায়ীর। তবে শীর্ষ আদালতের রক্ষাকবচ রয়েছে তাঁর।

এদিন আদালতে অনুপ মাজির আইনজীবী রথীন দে জানান, মেজিয়া থানা এলাকায় কয়লা পাচারের একটি মামলায় লালা বাঁকুড়া জেলা আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু জেলা বিচারক ওই আবেদন খারিজ করেছেন। এর আগে একাধিকবার তাঁকে জেরাও করা হয়েছে। এমনকি তাঁর বাড়ি আর অফিসে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা।

Previous articleবিশ্বকাপ জয়ের জন্য নিজের পুরোটা উজাড় করে দেব: রোহিত শর্মা
Next articleএবার কাতারকে পিছনে ফেলে ছেলেদের রিলেতে সোনা জয় ভারতের