Friday, August 22, 2025

ইউএপিএ ধারায় গ্রে.ফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জন, বি.রোধিতায় সাংবাদিকমহল

Date:

আর্থিক অসংগতির অভিযোগ তুলে অনলাইন মিডিয়া হাউস নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এডিটর-ইন-চিফ অমিত চক্রবর্তীকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে অমিত শাহের পুলিশ। তাঁদের গ্রেফতারির তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে দেশের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন।

মঙ্গলবার দিল্লিতে আচমকাই কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ‘নিউজক্লিক’ নামে এক সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। প্রায় ৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এমনকী এই সূত্রে এক সাংবাদিকের খোঁজ পেতে দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও তল্লাশি চলে। এদিনের তল্লাশিতে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার দুই। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ। ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করা হয় বলে অভিযোগ কেন্দ্রের। দিল্লিতে নিউজক্লিক নামের নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়ার অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এবার গ্রেফতার, তল্লাশি ও ইউএপিএ আইনে মামলা।

আরও পড়ুন- দিল্লিতে পুলিশি হেন.স্থার প্র.তিবাদ, বৃহস্পতিবার ‘রাজভবন চলো’র ডাক অভিষেকের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version