Friday, August 29, 2025

এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সবদিক থেকে এগিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরসঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে ভালো প্রস্তুতি।এশিয়া কাপে জয় ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। মাঝে ওয়ার্ম আপ ম্যাচ না হওয়ায় বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে লম্বা বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো হত বলে মনে করেন রোহিত শর্মা।

বিশ্বকাপের আগের দিন ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হল। সেখানে প্রত্যেক দলের অধিনায়ক তাদের দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন। সেখানেই দল নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ঘরের মাঠে বিশ্বকাপে চাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘চাপের মধ্যে দল অনেক ম্যাচ খেলেছে। ঘর হোক বা বাইরে, দলের উপর প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং আশা করছি ভালো পারফর্ম করার। এবার বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব।’

ভারত এবার একমাত্র দল যাদের পুরো দেশ জুড়ে খেলতে হবে। জনপ্রিয়তার জন্য ১০টা স্টেডিয়ামেই রয়েছে বিরাটদের খেলা। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এটা চ্যালেঞ্জিং যখন আমাদের ১১টা ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা ম্যাচেই সেরাটা দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটা ম্যাচে সঠিক ফোকাস করা। তবে আমরা কনফিডেন্স এবং একবারে একটা ম্যাচে নজর দিচ্ছি। টুর্নামেন্ট এবার অনেক কঠিন হবে ফলে প্লেয়ারদের ফ্রেশ থাকা দরকার।’

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে রোহিত বলেন, ‘আমাকে অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে। নেতা হিসেবে, প্লেয়ারদের বুঝতে হবে, ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়াররা যাতে সঠিকভাবে পারফর্ম করে সেটা দেখা এবং প্লেয়ারদের কাজ হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া।’

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version