Wednesday, December 31, 2025

দেশ থেকে ভারতীয় সেনাকে সরাতে চান নবনির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্ট

Date:

Share post:

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছেন মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইব্রাহিম মহম্মদ সলিহ।আগামী ১৭ নভেম্বর দায়িত্ব ছাড়বেন তিনি। তাঁর আসনে বসবেন ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপসের (পিপিএম) নেতা মহম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েই ভারতকে নিশানা করলেন তিনি। মঙ্গলবার তিনি বলেন, ‘‘আমাদের দেশের মাটি থেকে সমস্ত বিদেশি সেনাকে আমারা ফেরত পাঠাব।’’নাম না করলেও স্পষ্ট ভাবেই ভারতকে নিশানা করেছেন তিনি।

আরও পড়ুনঃ প্রতিহিং.সাপরায়ণ ইডির নিশানায় ফের অভিষেক! ৯ তারিখ সিজিও-তে তলব
পাঁচ বছর ক্ষমতাসীন থাকার পর মালদ্বীপের প্রেসিডেন্টের গদি ছাড়তে চলেছেন ইব্রাহিম মহম্মদ সলিহ। বিরোধী দলগুলি সম্মলিত ভাবে সমর্থন ঘোষিত ‘চিনপন্থী’ ওই নেতাকে সমর্থন জানিয়েছিল।প্রসঙ্গত, মালাবার উপকূলের অদূরের দ্বীপরাষ্ট্রটি ভারতের কাছে কূটনৈতিক এবং রণকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এ বার প্রভাব বাড়তে পারে চিনের। যা নিশ্চিত ভাবেই নয়াদিল্লির কাছে অস্বস্তির কারণ হবে। ২০১৮ সাল পর্যন্ত মলদ্বীপের শাসনক্ষমতায় ছিলেন চিনপন্থী প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। তাঁর সময় চিনা ঋণ নিয়ে দেশে একাধিক পরিকাঠামোগত নির্মাণ করেন তিনি। ইয়ামিনের ভাবশিষ্য বলে পরিচিত মুইজ্জু এই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
মালদ্বীপে বিদেশি সেনা বলতে আছে শুধু ভারতীয় সেনা বাহিনী। সে দেশে গৃহযুদ্ধ ঠেকাতে প্রায় চার দশক আগে ভারতীয় সেনা গিয়েছিল। তারপর থেকে দ্বীপ রাষ্ট্রটিতে ভারতীয় সেনা মালদ্বীপের সেনা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভারত মহাসাগরের ওই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। প্রশিক্ষণ বাবদ ভারতীয় সেনা বিপুল অর্থ উপার্জন করে। মুইজ্জুর ঘোষণা দুই দেশের দীর্ঘ সম্পর্কে কালো ছায়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।

spot_img

Related articles

কনকনে ঠান্ডায় শুরু বুধের সকাল, পঁচিশের শেষদিনে কলকাতার উষ্ণতা ১১ ডিগ্রি!

পাঁচ বছরে শীতলতম দিন কলকাতায় (coldest day in Kolkata)। বুধবার তিলোত্তমায় পারদ নামল ১১ ডিগ্রিতে! জেলার উষ্ণতা আরও...

আজ খালেদা জিয়ার শেষকৃত্যে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী, বুধেই ঢাকায় জয়শঙ্কর 

আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল...

আজ অভিষেকের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর করে কতজন রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী...

বাংলা বিরোধীদের প্রোপাগান্ডায় কান দেবেন না, ‘হোক কলরব’ বিতর্কে সতর্ক করলেন রাজ

শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত 'হোক কলরব' (Hok Kolorob)সিনেমার সংলাপ বিতর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ইচ্ছাকৃতভাবে...