Tuesday, May 13, 2025

তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী- সমর্থকদের ঢল নেমেছে। শাসক দলের তরফে দাবি করা হয়, ১ লক্ষ মানুষ অভিযানে অংশ নিয়েছেন।সকাল থেকেই জমায়েত শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাজ্যপাল শহরে না থাকলেও তৃণমূলের সভায় মন্ত্রী শিউলি সাহা বলেন,প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গরিব বঞ্চিত মানুষ আন্দোলন করছেন, তাঁদের কুর্নিশ জানাই। কেন্দ্রের মন্ত্রীরা পালিয়ে গেছেন। তাঁদের মতোই আজ রাজ্যপালও পালিয়ে গেছেন। আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পান এই রাজ্যপাল। তৃণমূল কংগ্রেস আন্দোলন করলেই দিল্লি ইডি-সিবিআইয়ের জুজু দেখায়।

আমি বাংলার প্রতিটি বঞ্চিত মানুষকে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রীর নামে এফআইআর করুন। বিরোধী দলনেতা যে নন্দীগ্রামের বিধায়ক, সেখানকার গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছেন। লোকসভা ভোটে মানুষ যোগ্য জবাব দেবেন।

এদিনের সভায় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এই আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন। বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে গরিব মানুষের টাকা পাওনা টাকা দিতে নিষেধ করেছেন। আর দিল্লি তাঁর কথা শুনে টাকা আটকে দিচ্ছেন। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু বাংলার গরিব মানুষের পাওনা টাকা নিয়ে কোনও পদক্ষেপ করছেন না। আসলে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার মানুষকে বঞ্চনা করে আর্থিকভাবে পিছিয়ে দিয়ে ভাতে মারতে চাইছে। একুশের বিধানসভা ভোটে হারের জ্বালা থেকেই এমনটা করছে দিল্লি। বাংলার অর্থ অন্য রাজ্যে খরচ করছে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে। ভয়ঙ্কর আর্থিক চক্রান্ত করছে।

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version