Wednesday, August 27, 2025

অবশেষে নন্দিনী আগাসারার কাছে ক্ষমা চাইলেন স্বপ্না বর্মন। চলতি এশিয়ান গেমসে হেপ্টাথলনে মাত্র ৪ পয়েন্টের জন্য পদক হাতছাড়া করেন বাংলার অ্যাথলিট স্বপ্না। সতীর্থ নন্দিনী আগাসারার কাছে অল্পের জন্য পদক হারান গতবার হেপ্টাথলনে সোনাজয়ী জলপাইগুড়ির মেয়ে। এরপরই দেশজ সতীর্থ নন্দিনী আগাসারার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন স্বপ্না। নাম না করে নন্দিনীর নারীত্ব নিয়ে প্রশ্ন তুলে পদক ফেরত চান বাংলার মেয়ে। পাল্টা জবাব দিয়ে নন্দিনী জানান, স্বপ্না প্রমাণ পেশ করুন। আর এর তিনদিন পরই নন্দিনীর কাছে ক্ষমা চাইলেন স্বপ্না।

এদিন স্বপ্না ক্ষমা চেয়ে বলেন, “আমার সতীর্থের উদ্দেশে যে কথা লিখেছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব ভেঙে পড়েছিলাম। আবেগের বশে লিখে ফেলেছিলাম। আমার সেই আচরণের জন্য সকলের কাছে ক্ষমা চাইছি।”

গত রবিবার এশিয়াডে দেশজ সতীর্থ নন্দিনী আগাসারার কাছে অল্পের জন্য পদক খুইয়েছিলেন গতবার হেপ্টাথলনে সোনাজয়ী জলপাইগুড়ির মেয়ে। ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার পর প্রচণ্ড ভেঙে পড়েন স্বপ্না। রবিবার রাতের সেই হতাশা সোমবার সকালে বিস্ফোরণের আকার নেয়। টুইট করে চরম বিতর্ক বাঁধিয়ে দেন স্বপ্না। নাম না করে নন্দিনীর নারীত্ব নিয়ে প্রশ্ন তুলে পদক ফেরত চান বাংলার মেয়ে। পাল্টা জবাব দিয়ে নন্দিনী জানান, স্বপ্না প্রমাণ পেশ করুন। পরে স্বপ্না তাঁর টুইট মুছে দেন। কিন্তু তখনও বিতর্ক থামেনি।

স্বপ্না টুইটারে লিখেছিলেন, “এক ট্রান্সজেন্ডার অ্যাথলিটের কাছে আমি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক খুইয়েছি। আমার পদক ফেরত চাই। এটা আমাদের অ্যাথলেটিক্সের নিয়মের বিরুদ্ধে। আপনারা আমাকে সাহায্য ও সমর্থন করুন।” স্বপ্না তাঁর টুইট মুছে দেওয়ার আগেই পাল্টা জবাব দিয়েছেন নন্দিনী। বলেছেন, “আমি জানি আমি কী। ওকে প্রমাণ দেখাতে বলুন। আমি পদক জিতেছি বলেই অনেকেই অনেক কথা বলতে শুরু করেছে। আমি এএফআই-এর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমি পদক জয়ের মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু দেশে ফিরে যেতে হচ্ছে। মায়ের শরীর ভাল নেই।”

আরও পড়ুন:বিশ্বকাপের প্রথম ম‍্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version