Thursday, August 28, 2025

সম্পত্তি নিয়ে ‘মি.থ্যা ভাষণ’, বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ তৃণমূল বিধায়কের

Date:

আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। সেইমতোই কালনা মহকুমা আদালতের মাধ্যমে সুকান্ত মজুমদারকে আইনি নোটিস ধরালেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।

কাটোয়ার পানুহাটে দলের ‘জনসম্পর্ক’ সভায় বক্তব্য পেশ করতে এসে সুকান্তবাবু কালনা ও কাটোয়ার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে নাম করে নানা অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। দেবপ্রসাদবাবু বলেন, ‘৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না দিলে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘কাটোয়ার সভা থেকে উনি আমাকে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর পরামর্শ দেন। জানেনই না যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না। আমি ওঁরই ঘুম ছুটিয়ে দেব। কালনা কোর্টে টেনে আনব। বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’

কালনার পুরপ্রধান থাকাকালীন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন বলে দেবপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুকান্তবাবু। সেইসঙ্গে এক তৃণমূল কাউন্সিলারের স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনেও দেবপ্রসাদবাবুর ভূমিকা’র দিকে আঙুল তুলে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার কথাও বলেন। এইসব অভিযোগের উত্তরে দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি আমার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তুলেছেন। এটা ওঁকেই প্রমাণ করতে হবে।’ কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও নাম করে আক্রমণ করেন সুকান্তবাবু। রবীন্দ্রনাথবাবু তাতে আমল না দিয়ে বলেন, ‘ওঁর কথার কী দাম আছে? বিজেপি আর ওদের নেতাদের বাংলার মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। ওঁর অভিযোগের জবাব দেব জনতার আদালতে প্রকাশ্য সভায়।’ স্বপনবাবু জানান, ‘সামনে লোকসভা ভোট। তাই মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করছেন। লাভ নেই, শূন্য হাতেই ফিরতে হবে।’

আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত গিল, অজিদের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার কে?

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version