শনিবার সোনার হ‍্যাটট্রিক, তিরন্দাজি-কবাডিতে সোনার পদক জয় ভারতের

এদিকে মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত। কবাডিতে মেয়েদের দল জিততেই এবারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল ভারতের।

শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের। পাশাপাশি মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত। এর ফলে এশিয়ান গেমসে ১০০টি পদক জয় ভারতের। এশিয়ান গেমসে নজির গড়ল ইন্ডিয়া। শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

শনিবার তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ওজাস। সেই ইভেন্টেই রুপো পেলেন অভিষেক বর্মা। তাঁরা দু’জনেই পুরুষ কম্পাউন্ড তিরন্দাজির ফাইনালে উঠেছিলেন। আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে দু’টি পদক তাঁরা আনবেন। কিন্তু কে কোন রঙের পদক আনবেন সেটাই ছিল প্রশ্ন। আর শনিবার ওজাসের হাত ধরে সোনার পদক এল ভারতের ঝুলিতে। শনিবার ওজাসের লড়াই ছিল নিজের দেশের অভিষেকের সঙ্গে। সেখানে ১৪৯-১৪৭ পয়েন্টে জেতেন ওজাস।এদিকে মহিলা কম্পাউন্ড তিরন্দাজিতেও সোনার পদক ভারতের ঝুলিতে। সোনা জয় জ্যোতি সুরেখার। ওই বিভাগেই ব্রোঞ্জ জয় অদিতি গোপিচাঁদের।

এদিকে মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত। কবাডিতে মেয়েদের দল জিততেই এবারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল ভারতের। ম্যাচে লড়াই হল সমানে সমানে। মেয়েদের কবাডির ফাইনালে ভারত নেমেছিল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের ফল ভারতের পক্ষে ২৬-২৫।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস