Thursday, May 8, 2025

ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিক ও শিশুদের পাশে কলেজের অধ্যাপক পড়ুয়ারা

Date:

রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানে শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। এই সঙ্গে পেট ভরে খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের। রবিবার ছুটির দিন ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজোর আগে এই নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।রাজ্যের সর্বত্র পুজো পুজো গন্ধ।এই আবহে বন্ধ চা বাগান শ্রমিকদের মুখে হাসি ফোটাল মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের কয়েকজন অধ্যাপক ও পড়ুয়াদের মিলিত উদ্যোগ। রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানের শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক।এরই পাশাপাশি,খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের।

এই উপলক্ষ্যে রবিবার ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।পরিবারের সদস্যদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কজুর, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার।

কলকাতার মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা নিজেদের উদ্যোগে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন। এই নিয়ে ১৩ বছরে পদার্পণ করল তাঁদের এই উদ্যোগ। ওই কলেজের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা বলেছেন, “দুর্গাপুজোর সময় সবাই যখন উৎসবে মেতে ওঠে, তখন এদের কাছে কিছুই থাকে না। তাই আমরা আমাদের সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করলাম।”

Related articles

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...

‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

শহরের গর্ব, ইতিহাসবাহী কফি হাউসে বেআইনি নির্মাণ ঘিরে অবশেষে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম। বৃহস্পতিবার সকালে পুরনিগম ও...

নয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ রাজ্যের! দায়িত্বে কে?

রাজ্যের নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (ডিএমই) হলেন ডাঃ ইন্দ্রজিৎ সাহা। তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন।...
Exit mobile version