Thursday, August 28, 2025

দাবিতে অনড় থেকে শেষ পর্যন্ত রাজ্যপালকে বৈঠকে বসতে বাধ্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজি হলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তৃণমূলের চিঠির জবাবে একথা জানিয়েছেন তিনি। সোমবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

টানা চার দিন রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষের পাওনা আদায়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে চান তিনি। কারণ, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সময় দিয়েও অভিষেকদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। এর পর বাংলায় কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করে বকেয়া আদায়ের বিষয়ে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আবেদন জানাতে চান অভিষেক।

কিন্তু বৃহস্পতিবার থেকেই রাজভবন থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস। অথচ এই বৃহস্পতিবারই তার সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দলের। রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। বাংলায় এসে পাহাড়ে যাচ্ছেন। আবার দিল্লি ফিরে যাচ্ছেন। সেখান থেকে ফের পাহাড়ে যাচ্ছেন। কিন্তু রাজভবন আসছেন না। উল্টে তিনি তৃণমূলের প্রতিনিধিদলকে পাহাড়ে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেন। এই জমিদারি মনোভাবের তীব্র বিরোধিতা করলেও সৌজন্য দেখিয়ে প্রতিনিধি দল পাঠায় তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার সন্ধেয় সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ভূয়সী প্রশংসা করেন আনন্দ বোস। কিন্তু তখনও তিনি জানাননি কবে কখন তিনি রাজভবনে অভিষেকদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: বিজেপির কাছে মাথা নোয়াইনি বলেই হে.নস্থা! CBI তল্লাশি নিয়ে ক্ষো.ভে ফেটে পড়লেন ফিরহাদ

এদিকে বৃহস্পতিবার থেকেই রোদ-বৃষ্টি মাথায় করে ফুটপাতে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের দাবিতে অনড় তিনি। শেষ পর্যন্ত রবিবার সন্ধেয় রাজভবনে ফেরেন আনন্দ বোস। ইতিমধ্যে রাজভবনকে ফের রাজ্যপালের সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। তার জবাবে রবিবার বেশ রাতে আনন্দ বোস জানান, তিনি সোমবার বিকেল চারটে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন। রাজনৈতিক মহলের মতে স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতলেন অভিষেক।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version