Saturday, May 17, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশেই কামদুনি মামলার রায়কে চ্যা.লেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কামদুনি মামলায় (Kamduni Case) কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) রাজ্য। আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে স্পষ্ট নির্দেশ ছিল বিষয়টিকে সর্বোচ্চ আদালতে তোলার জন্য।”

সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bencg) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition) দাখিল করে রাজ্য। স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। রাজ্যের দাবি, ডিভিশন বেঞ্চের রায়ে উত্তাল হতে পারে পরিস্থিতি। আর সেকারণেই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সোমবার কামদুনি মামলা জরুরি ভিত্তিতে শোনা হয় শীর্ষ আদালতের চার বিচারপতির বেঞ্চে। তবে সুপ্রিম কোর্ট এখনই হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও এদিন বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে স্পষ্ট নির্দেশ ছিল বিষয়টিকে সর্বোচ্চ আদালতে তোলার জন্য। তিনি মামলার সংবেদনশীলতা বিবেচনা করে ব্যক্তিগতভাবে আইনজীবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি স্পষ্ট জানান, একটি মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সঠিক ন্যায়বিচার হওয়া উচিত। পরিবারের বিচার পাওয়া উচিত।” এরপর সঞ্জয় বসু আশা প্রকাশ করেন, হাইকোর্টের আদেশ প্রত্যাহার করবে সুপ্রিম কোর্ট।

সোমবার মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি গভাইয়ের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে ওঠে। রাজ্যের বক্তব্য শোনার পরে শীর্ষ আদালত বলে, আগে এই মামলার সব পক্ষের বক্তব্য শুনতে চায় তারা। তারপর স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল কযেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী গোপাল শঙ্করনারায়ন। তাঁরাই সুপ্রিম কোর্টকে জানান, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামীকে বেকসুর খালাস করেছে হাই কোর্ট। একই সঙ্গে যে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করেছিল হাই কোর্ট, কেন তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না? হাই কোর্টের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। উত্তর দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহ পর আবার মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।

কামদুনির ধর্ষণ এবং খুনের মামলায় গত শুক্রবার রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। এই মামলায় যে তিনজনকে ফাঁসির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, মধ্যে এক জনকে বেকসুর খালাস করে হাই কোর্ট। বাকি দু’জনের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও চার দোষী সাব্যস্তের সাজাও মকুব করে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version