Wednesday, November 5, 2025

প্রকাশ্যে গোষ্ঠীদ্ব.ন্দ্ব! ছাতনায় ফের দলীয় কর্মীদের বি.ক্ষোভের মুখে সুভাষ সরকার

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। স্বজন পোষণের পাশাপাশি দেদার দুর্নীতির অভিযোগ। ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhas Sarkar)। এই নিয়ে গত ১ মাসে ৫ বার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ (BJP MP)। সোমবার ছাতনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে হস্তক্ষেপ করার অভিযোগে সরব বাঁকুড়ার দলীয় কর্মীরা। তবে বিজেপি জেলা নেতৃত্বের দাবি বিষয়টি দুর্ভাগ্যজনক।

সোমবার প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পোস্টারে কালি লেপে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন দলের বিক্ষুব্ধরা। এদিন সকাল সকালে ছাতনায় রাস্তায় নেমে সুভাষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিজেপির একাংশের। এদিন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনলেন আন্দোলনকারী বিজেপি একতা মঞ্চ। বিজেপি একতা মঞ্চের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি পেটোয়া লোকদের পদে বসিয়ে নিজের লোকদের চাকরিতে নিয়োগ করছেন সুভাষ। পাশাপাশি পুরানো কর্মীদের গুরুত্বহীন করে বিজেপিকে শেষ করে দিচ্ছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। শালতোড়ার লেদ মোড়ে টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে বাঁকুড়া বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হয়। নব নিযুক্ত মণ্ডল সভাপতিকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। সম্প্রতি বাঁকুড়ার জেলা কার্যালয়ে দু’ঘণ্টা তালা বন্ধ করে রাখা হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পরে পুলিশ এসে তালা ভেঙে কেন্দ্রীয় মন্ত্রীকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version