Wednesday, November 12, 2025

প্রকাশ্যে গোষ্ঠীদ্ব.ন্দ্ব! ছাতনায় ফের দলীয় কর্মীদের বি.ক্ষোভের মুখে সুভাষ সরকার

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। স্বজন পোষণের পাশাপাশি দেদার দুর্নীতির অভিযোগ। ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhas Sarkar)। এই নিয়ে গত ১ মাসে ৫ বার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ (BJP MP)। সোমবার ছাতনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে হস্তক্ষেপ করার অভিযোগে সরব বাঁকুড়ার দলীয় কর্মীরা। তবে বিজেপি জেলা নেতৃত্বের দাবি বিষয়টি দুর্ভাগ্যজনক।

সোমবার প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পোস্টারে কালি লেপে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন দলের বিক্ষুব্ধরা। এদিন সকাল সকালে ছাতনায় রাস্তায় নেমে সুভাষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিজেপির একাংশের। এদিন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনলেন আন্দোলনকারী বিজেপি একতা মঞ্চ। বিজেপি একতা মঞ্চের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি পেটোয়া লোকদের পদে বসিয়ে নিজের লোকদের চাকরিতে নিয়োগ করছেন সুভাষ। পাশাপাশি পুরানো কর্মীদের গুরুত্বহীন করে বিজেপিকে শেষ করে দিচ্ছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। শালতোড়ার লেদ মোড়ে টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে বাঁকুড়া বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হয়। নব নিযুক্ত মণ্ডল সভাপতিকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। সম্প্রতি বাঁকুড়ার জেলা কার্যালয়ে দু’ঘণ্টা তালা বন্ধ করে রাখা হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পরে পুলিশ এসে তালা ভেঙে কেন্দ্রীয় মন্ত্রীকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

 

 

 

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version