Saturday, November 15, 2025

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ধু.ন্ধুমার! ফের প্রকাশ্যে বিজেপির অ.ন্তর্দ্বন্দ্ব

Date:

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জানা গিয়েছে, সোমবার তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত। বিধায়ক বনাম পঞ্চায়েত সমিতির সভাপতির অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এল। অভিযোগ, এদিন সকালে পঞ্চায়েত সমিতির অফিসে অনুগামীদের নিয়ে আগেই ঢুকে পড়েন বিধায়ক তাপসী মণ্ডল। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে আটকে দেয় তাপসী মণ্ডলের অনুগামীরা।

পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে বাইরেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। চলতি বছরেই এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যায়। তবে বোর্ড গঠনের পর গত সেপ্টেম্বর মাসে কর্মাধক্ষ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই সময়ের মতো নির্বাচন বন্ধ হয়ে গেলেও সোমবার নতুন করে কর্মাধক্ষ নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময়ের আগেই দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক তাপসী মণ্ডল তাঁর অনুগামীদের নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে যান। অভিযোগ পরবর্তীকালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে বাঁধা দেন তাপসীর অনুগামীরা। অভিযোগ, তাপসী মণ্ডলের নিরাপত্তাবাহিনী তাঁকে ভিতরে যেতে দেননি। এরই প্রতিবাদে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। এরপরই দুপক্ষের অনুগামীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version