Tuesday, May 6, 2025

ফের দিল্লিতে তা.ণ্ডব দু.ষ্কৃতীদের! ক্যাব ড্রাইভারের ম.র্মান্তিক পরিণতিতে শি.উরে উঠছে দেশ

Date:

ফের সংবাদ শিরোনামে উঠে এল রাজধানী শহর দিল্লি (Delhi)। এবার এক ক্যাব চালককে (Cab Driver) রাস্তার মাঝখানে প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিন্দার ঝড়। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছে দেশবাসী। দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতি ওই ক্যাব চালকের উপরে আচমকাই হামলা চালায়। তাঁর গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে। আর ওই ক্যাব চালকের গাড়ি ছিনিয়ে নিতে গেলে সে দুষ্কৃতিদের বাধা দেয়। আর তারপরই ঘটে যায় চরম দুর্ঘটনা। দক্ষিণ দিল্লির মহিপালপুর এলাকার ঘটনা। এদিন প্রকাশ্য রাস্তায় প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ড্রাইভারকে। এদিকে ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই ড্রাইভার। আর তার জেরেই মৃত্যু হয় ক্যাব ড্রাইভারের।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছেন। এই সময়ে গাড়ির চালককে গাড়ির পিছনে বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ওই গাড়ির পিছন থেকে আসা কোনও এক ব্যক্তি তাঁর ফোনে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্তরা চালকের গাড়ি ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় চালক বাঁধা দেওয়াতেই এমন নিন্দনীয় ঘটনা ঘটে যায় রাজধানী শহরে। গোটা ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ক্যাব ড্রাইভারের নাম বিজেন্দ্র। ৪২ বছরের এই ক্যাব ড্রাইভার হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। এদিন দুর্ঘটনার পর দুষ্কৃতীরা ক্যাব ড্রাইভারকে রাস্তায় ফেলে রেখে চলে গেলে পুলিশ আহত ক্যাব ড্রাইভারকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা ওই ক্যাব ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version