Sunday, November 9, 2025

ফের দিল্লিতে তা.ণ্ডব দু.ষ্কৃতীদের! ক্যাব ড্রাইভারের ম.র্মান্তিক পরিণতিতে শি.উরে উঠছে দেশ

Date:

ফের সংবাদ শিরোনামে উঠে এল রাজধানী শহর দিল্লি (Delhi)। এবার এক ক্যাব চালককে (Cab Driver) রাস্তার মাঝখানে প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিন্দার ঝড়। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছে দেশবাসী। দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতি ওই ক্যাব চালকের উপরে আচমকাই হামলা চালায়। তাঁর গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে। আর ওই ক্যাব চালকের গাড়ি ছিনিয়ে নিতে গেলে সে দুষ্কৃতিদের বাধা দেয়। আর তারপরই ঘটে যায় চরম দুর্ঘটনা। দক্ষিণ দিল্লির মহিপালপুর এলাকার ঘটনা। এদিন প্রকাশ্য রাস্তায় প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ড্রাইভারকে। এদিকে ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই ড্রাইভার। আর তার জেরেই মৃত্যু হয় ক্যাব ড্রাইভারের।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছেন। এই সময়ে গাড়ির চালককে গাড়ির পিছনে বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ওই গাড়ির পিছন থেকে আসা কোনও এক ব্যক্তি তাঁর ফোনে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্তরা চালকের গাড়ি ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় চালক বাঁধা দেওয়াতেই এমন নিন্দনীয় ঘটনা ঘটে যায় রাজধানী শহরে। গোটা ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ক্যাব ড্রাইভারের নাম বিজেন্দ্র। ৪২ বছরের এই ক্যাব ড্রাইভার হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। এদিন দুর্ঘটনার পর দুষ্কৃতীরা ক্যাব ড্রাইভারকে রাস্তায় ফেলে রেখে চলে গেলে পুলিশ আহত ক্যাব ড্রাইভারকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা ওই ক্যাব ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version