Saturday, November 8, 2025

পুজোর আগেই ফের কলকাতায় বোমাত.ঙ্ক! পরিত্যক্ত স্যুটকেস ঘিরে চাঞ্চ.ল্য

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর এর মধ্যেই খাস কলকাতায় (Kolkata) ফের বোমাতঙ্কের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কলা মন্দিরের কাছে এজেসি বোস রোডে (AJC BOse ROad) পরিত্যক্ত একটি স্যুটকেসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পরে স্থানীয়রাই শেক্সপিয়র সরণি থানায় খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড (BOmb Disposal Squad) ও ডগ স্কোয়াড। তবে এরপরই স্যুটকেস খুললে মাথায় হাত তদন্তকারীদের। তদন্তকারীরা দেখতে পায় তার ভিতরে রয়েছে ইটের টুকরো ও খবরের কাগজ।

পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোডে কলা মন্দির সংলগ্ন ক্রসিংয়ের বাসস্টপের পাশে পড়েছিল একটি স্যুটকেস। তা ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বাস স্টপের পাশের একটি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর চোখে পড়ে ওই স্যুটকেস। পরে খবর দেওয়া হয় শেক্সপিয়ার সরণী থানায়। এরপরই ঘটনাস্থলে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেয়। তারা এসে পরিত্যক্ত স্যুটকেসটি পরীক্ষা করে দেখে। এরপরই স্যুটকেসটি ভেঙে ফেলা হয় এবং তার ভিতর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ইটের টুকরো। উদ্ধার করা হয় কিছু পুরনো খবরের কাগজও। প্রত্যক্ষদর্শী মহম্মদ রেহান বলেন, প্রায় আধ ঘণ্টা ধরে একটা কালো ব্যাগ ঘটনাস্থলে পড়েছিল। এরপরই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়।

ব্যাঙ্কের ওই নিরাপত্তারক্ষী বলেন, মঙ্গলবার রাতে আমি ডিউটিতে ছিলাম। সেই সময় দেখি ব্যাগটি পড়ে রয়েছে। আমরা গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। পুলিশ এসে বম্ব স্কোয়্যাডকে খবর দেয়। তবে আমার মনে হয় কেউ হয়তো দুষ্টুমি করে ওই ব্যাগ রেখে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের এমন উদ্যোগে স্বস্তি এলাকাবাসীদের মধ্যে।

 

 

 

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version