Tuesday, May 6, 2025

ইজরায়েলি সেনার পাল্টা হামলায় সুড়ঙ্গে হামাস, মানবঢাল শিশু-মহিলারা

Date:

Share post:

প্যালেস্টাইনের(Palestine) জঙ্গিগোষ্ঠী হামাসের হামলা সামলে নিয়ে পাল্টা প্রতিঘাতে নেমেছে ইজরায়েলে(Israel)। যুদ্ধের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গিয়েছে। এদিকে ইজরায়েলের হামলার জেরে কিছুটা ব্যাকফুটে গিয়ে অন্য পন্থা অবলম্বন করেছে জঙ্গিরা। বহু ইজরায়েলি ও বিদেশি নাগরিককে পণবন্দি করে রেখেছে হামাস(Hamas)। ক্ষণে ক্ষণে তাদের হত্যার হুমকি দিচ্ছে। এই মানবঢালের পাশাপাশি ইজরায়েলের হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়েছে হামাস জঙ্গিরা। লুকিয়ে থেকেই চলছে হামলা।

হামাসের তরফে দাবি করা হয়েছে, তারা ১৬৩ জন ইজরায়েলি নাগরিককে বন্দি করে রেখেছে। গাজা স্ট্রিপের কোনও একটি গোপন সুড়ঙ্গে তাদের আটকে রাখা হয়েছে। সূত্রের খবর, বন্দি করে রাখা এই নাগরিকদেরই মানবঢাল বানাচ্ছে হামাস। কারণ তারা জানেন যে ইজরায়েলি সেনা তাদের নাগরিকদের উপরে হামলা চালাবে না। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের হাতে বন্দিদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। এদিকে হামাসের হত্যালীলা রুখতে ইজরায়েলের তরফে ১ লক্ষ সেনা পাঠানো হয়েছে গাজা সীমান্তে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, বায়ুসেনাকেও হামাসের উপরে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বহু মানুষকে পণবন্দি করে রাখার জেরে হামাসের বিরুদ্ধে এখনও সেভাবে রুদ্রমূর্তী ধরেনি ইজরায়েল। পাল্টা হামলার পাশাপাশি পণবন্দিদের উদ্ধার করাই এখন ইজরায়েলের প্রধান লক্ষ্য। জানা যাচ্ছে, হামাসের হামলায় এখনও অবধি ২৮ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন নেপালের নাগরিক, ৪ জন আমেরিকা, ২ জন ইউক্রেন ও ১২ জন থাইল্যান্ডের নাগরিক। যদিও মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, হামাসের হামলায় কমপক্ষে ১৪ জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার, ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হঠাৎই হামলা শুরু করে হামাস বাহিনী। ২০ মিনিটে ৫ হাজার রকেট ছোড়া হয় গাজা স্ট্রিপ থেকে। এরপরই পাল্টা জবাব দেয় ইজরায়েলও। শুরু হয় যুদ্ধ। ইজরায়েল প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিগত ৪ দিনের সংঘর্ষে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজার প্রশাসনের তরফেও ৭৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

spot_img

Related articles

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...