Friday, November 7, 2025

অ.স্ত্র হাতে শহরকে স্তব্ধ করার চেষ্টা! আ.দিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট

Date:

ফের সপ্তাহের কর্মব্যস্ত দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার আদিবাসীদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে শুরু করে শহরের একাধিক এলাকায়। কলকাতার রানি রাসমনি রোডের (Rani Rasmani Road) সমাবেশে যোগ দিতেই এদিন সকাল সকাল মিছিল বের করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের (Bharat Jakat Majhi Paragana Mahal) সদস্যরা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই তাঁদের সম্প্রদায়ের উপর মানবিক। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগসুবিধার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে আদিবাসী সম্প্রদায়কে। তবুও ব্যস্ততম দিনে ফের শহরকে স্তব্ধ করার চেষ্টা আদিবাসী সংগঠনের। তবে এদিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগ ওঠে আদিবাসী সংগঠনের বিরুদ্ধে। ইতিমধ্যে, অস্ত্রধারীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।

এদিন একাধিক ইস্যুতে রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আদিবাসী সংগঠন। আর সেই সমাবেশে যোগ দিতেই এদিন দলে দলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করে আদিবাসী সংগঠনের সদস্যরা। তবে অফিস টাইমে এই মিছিলের কারণে ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয় অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তবে মিছিলে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য হাওড়া ব্রিজে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

এর আগে গত মাসের শেষ দিকে কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নামে একাধিক আদিবাসী সংগঠন। ধর্মতলায় আয়োজিত সেই সমাবেশে যোগ দিতে আসেন বহু আদিবাসী সমাজের মানুষ। সেদিনও হাওড়া ব্রিজ সহ কলকাতার একাধিক জায়গায় ব্যস্ত সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...
Exit mobile version