Wednesday, November 5, 2025

সুরক্ষাবিধিতে জোর! কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

Date:

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। ইতিমধ্যে জোরকদমে মণ্ডপসজ্জার কাজ চলছে। আর বৃহস্পতিবারই ভার্চুয়ালি (Virtually) একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন আবহে এবার কলকাতার (Kolkata) একাধিক পুজো মণ্ডপের খুঁটিনাটি খতিয়ে দেখতে বেরিয়ে পড়লেন পুলিশ কমিশনার (commissioner of Police) বিনীত গোয়েল (Vineet Goyal)। এদিন শহরের আটটি বড় পুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজোমণ্ডপে যাবেন তিনি। খতিয়ে দেখবেন সেখানকার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি।

এদিন পুজোমণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পুলিশ কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, সুরক্ষাবিধির সঙ্গে কোনওরকম আপোস নয়। মূলত সব নিয়ম মেনে মণ্ডপসজ্জার কাজ হচ্ছে কী না তা খতিয়ে দেখতেই তাঁর এদিনের সফর। পাশাপাশি পুজোর সময় যে কোনও পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশ সদা প্রস্তুত থাকবে বলে আশ্বাস দেন পুলিশ কমিশনার। বিনীত গোয়েল বলেন, ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে সমস্ত রকম প্রস্তুতির কাজ সেরে ফেলা হয়েছে। এছাড়া পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে যে কোনও সমস্যায় পড়লে কলকাতা পুলিশের (Kolkata Police) হেল্পলাইন নম্বরে ফোন করার আর্জি জানিয়েছেন তিনি।

বিনীত গোয়েল আরও জানান, কলকাতার পুজোর খ্যাতি এবং প্রচার বেড়েছে। দেশের মঞ্চ ছাড়িয়ে বিশ্বের মঞ্চে সম্মানিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর সেকারণেই বিদেশ থেকে বহু মানুষ এ বার পুজো দেখতে শহরে আসছেন। তাই তাঁদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দিকে বাড়তি নজর থাকবে কলকাতা পুলিশের।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version