Thursday, November 13, 2025

‘সাগরকন্যা’: রামমোহন সম্মিলনীর পুজোর থিম প্রকাশ শতাব্দীর

Date:

দুর্গাপুজোর থিমে বেশ কয়েক বছর ধরেই নজর কাড়ছে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী। এবারের পুজোর থিম এতদিন ফাঁস করেনি সেভাবে। বৃহস্পতিবার, মণ্ডপ থেকেই ‘সাগরকন্যা’ থিম ও ব্যানারের প্রকাশ করলেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Ray)। ছিলেন তৃণমূল (TMC) মুখপাত্র তথা ক্লাবের চেয়ারম্যান কুণাল ঘোষ (Kunal Ghosh)। শহরের বুকে কয়েক ঘণ্টায় তৈরি হল এক অভাবনীয় সাগর পারের পরিবেশ।

এবার ৭৯ বছরে পা দিচ্ছে কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো। গত বছর ‘জঙ্গলকন্যা’র পরে এবারের থিম ‘সাগরকন্যা’। কলকাতার বুকে এক টুকরো সাগর-জীবন। সেখানকার মহিলাদের জীবনশৈলী, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সুন্দরভাবে মণ্ডপে তুলে ধরেছেন রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তারা। উদ্বোধনী নাচের মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান।

এদিন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Ray) এমন একটি থিম তুলে ধরার জন্য কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মৎসজীবীরা শারীরিকভাবে যেরকম পরিশ্রম করে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। যখন ওদের কথা বলা হচ্ছিল মনে হচ্ছিল কী অদ্ভুত এক সমাজের মধ্যে বাস করেন ওঁরা। শহরের জীবন থেকে কতটা আলাদা। যেটুকুর মধ্যে এই থিম তুলে ধরা হয়েছে সেটা রীতিমত প্রশংসাযোগ্য। স্বল্প আয়োজনে ভাব প্রকাশ করার মধ্যে যে আর্ট আছে সেটা নিঃসন্দেহে অতুলনীয়। সকলের পুজো ভালো কাটুক এই আশা রাখি।”

কুণাল ঘোষ বলেন, “গত ১ বছরে কিছু ঘনিষ্টদের আমরা হারিয়েছি তবু তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়া রয়েছে বিভিন্ন রকম সমস্যা। রয়েছে লোক বলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা তাছাড়া রামমোহন রায় রোডে যানবাহন চলাচলের সমস্যা তো রয়েছেই। তবু সব বাধা পেরিয়েই এই মণ্ডপ তৈরি করেছি। গতবছর ‘জঙ্গলকন্যা’ থিম ছিল। এবার থিম ‘সাগরকন্যা’। শুনলে রোমান্টিক মনে হলেও তাদের জীবন খুব কঠিন। সাগরকন্যা মানে উপকূল এলাকায় যে মৎসজীবীরা রয়েছেন তাঁদের পরিবারের মা-বোনেরা, তাদের জীবনযাত্রা রূপায়ণ করা হয়েছে থিমের মধ্য দিয়ে।”

কুণাল ঘোষের কথায়, “মৎসজীবীদের এই কঠিন জীবনের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এখন বেশ কিছু পদক্ষেপ করচ্ছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধন্যবাদ জানাব কারণ কীভাবে নৌকো পাওয়া যেতে পারে এই সংক্রান্ত যাবতীয় বিষয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন। শিল্পী চেয়েছেন তাঁর মতো করে সাজাতে কিন্তু জায়গার অভাবে এবং সাধারণ মানুষের সুবিধার্থে ততটা আয়োজন করা যায়নি।”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version