Sunday, August 24, 2025

বিরাট-নবীন ঝামেলা উধাও, ভারত-আফগান ম‍্যাচে সৌজন্যতা, কোহলির প্রশংসায় নবীন

Date:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম‍্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার ১৩১ রান। তবে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। ৫৫ রানে অপরাজিত তিনি। তবে বুধবার ম‍্যাচে এসব কিছুকে ছাপিয়ে গেল এক অন‍্য দৃশ‍্য। যা হল বিরাট কোহলি-নবীন উল হকের সৌজন্যতা।

২০২৩ আইপিএল-এর সময় শিরোনামে উঠে এসেছিল বিরাট-নবীনের ঝামেলা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং লখনৌ সুপার জায়েন্টসের নবীন উল হকের বিবাদে সরগরম হয়েছিল আইপিএল। সেই ঝামেলায় জড়িয়ে পরিয়েছিলেন গৌতম গম্ভীরও। আর বুধবার ভারত-আফগান ম‍্যাচে দেখা গেল অন‍্য ছবি। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বুধবার কোহলি-নবীন হাত মিলিয়ে নিলেন হাসি মুখে। পরস্পরের পিঠ চাপড়ে দিলেন। বিশ্বকাপের মঞ্চে উধাও সব। বুধবার ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম‍্যাচ। কোহলির ঘরের মাঠ। সেই ম‍াঠেই নবীনকে দেখে কোহলি কোহলি চিৎকার করতে থাকেন দর্শকেরা। দিল্লির দর্শকদের কোহলি হাত দেখিয়ে চুপ করতে বললেন। এরপরই পরস্পরের পিঠ চাপড়ে দিলেন বিরাট-নবীন।

ম‍্যাচ শেষে বিরাটের প্রশংসাও করেন নবীন। তিনি বলেন,”ও দারুণ ছেলে। খুব ভাল ক্রিকেটার। ম্যাচের পর আমরা হাত মিলিয়েছি। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই। লোকজন এটাকে বড় করে দেখায়। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। কোহলি আমাকে বলল পুরনো সব জিনিস ভুলে যেতে। আমিও বললাম, সব ভুলে গিয়েছি। তারপরে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরি আমরা।”

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version