Friday, August 22, 2025

ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে মুখ্যমন্ত্রী, দিল্লি ও নবান্নে খুলল কন্ট্রোলরুম

Date:

অপারেশন অজয়-এর মাধ্যমে শুক্রবার সকালে ইজরায়েল(Israel) থেকে দিল্লি(Delhi) ফিরেছে ২১২ জন ভারতীয়। তাঁর মধ্যে রয়েছেন ৫৩ জন বাঙালি। এই বাঙালিদের দিল্লি থেকে রাজ্যে ফেরানোর সব দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিল্লিতে তাঁদের বিনামূল্যে থাকার ব্যবস্থার পাশাপাশি রাজ্যে ফিরতে ট্রেনের ভাড়া বহন করবে রাজ্যসরকার। পাশাপাশি যে কোনওরকম সমস্যা সমাধানে নবান্নে ও দিল্লিতে খোলা হল কন্ট্রোলরুম। শুক্রবার টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে দেশে ফিরে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছি, ফিরে আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্যের ব্যবস্থা করার। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে।” এছড়াও তিনি জানান, দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন…
দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১
নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন অজয় চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে রওনা দেয় কেন্দ্রের বিমান। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে নিয়ে দিল্লি ফেরে সেই বিমান। এই বিমানে ২১২ জনের মধ্যে ছিলেন ৫৩ জন বাঙালি। দিল্লি থেকে রাজ্যে ফিরতে তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version