Sunday, May 4, 2025

আগামিকাল ভারত-পাক মহারণ, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাবর আজম?

Date:

হাতে আর মাত্র কয়েকঘন্টা, তারপরই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি পাকিস্তান। সেই ম‍্যাচে নামার আগে ফুটছেন পাক ক্রিকেটাররা। টিম ইন্ডিয়াকে ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন বাবর আজমরা।

বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন হাসান আলি। ভারতের বিরুদ্ধে ম্যাচ বলে বাড়তি চাপে ভুগছেন না তিনি। তাঁর দাবি, ঘরের মাঠে খেলা হওয়ায় চাপ থাকবে ভারতের উপরেই। এই নিয়ে হাসান আলি বলেন, “ক্রীড়া বিশ্বে এটাই সেরা প্রতিদ্বন্দ্বিতা। অনেকেই এই ম্যাচটা নিয়ে কথা বলছেন। সারা বিশ্ব এই ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের দলের সকলেই এই ম্যাচটা নিয়ে উত্তেজিত। এমন একটা মাঠে আমরা খেলব, যেখানে এক লক্ষের বেশি মানুষ খেলা দেখতে পারেন। এই ম্যাচটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।”

একদিনের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে একটাও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ০-à§­ ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। যদিও ম‍্যাচের আগের দিন এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ পাক অধিনায়ক বাবর আজম। এদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন,”আমার মনে হয়, অতীত নয় বর্তমান নিয়ে ভাবা উচিত। রেকর্ড তৈরী হয় ভাঙার জন্য। আমি আশা করছি আমরা ভালো খেলব। ভারত-পাকিস্তান রোমাঞ্চকর একটি ম্যাচ। আহমেদাবাদ অনেক বড় স্টেডিয়াম। আমাদের সুযোগ রয়েছে ভালো খেলার। হায়দরাবাদে আমরা ১০ দিন রয়েছে। প্রতিটি স্টেডিয়ামের ভিন্ন পরিস্থিতি। আমরা স্টেডিয়াম অনুযায়ী পরিকল্পনা করব।”

আগামিকালের ম‍্যাচে বাবর গুরুত্ব দিচ্ছেন টসকে। এই নিয়ে পাক অধিনায়ক বলেন,”টসটা গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেটের চরিত্র কিছুটা বদলে যাচ্ছে। সন্ধ্যার পর শিশিরও একটা চিন্তার কারণ। বৃহস্পতিবার রাতে ভালই শিশির পড়েছে এখানে। তাই টসের উপর অনেক কিছু নির্ভর করবে।”

আরও পড়ুন:পাকিস্তান ম‍্যাচে কি আছেন শুভমন? কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version