Wednesday, November 5, 2025

আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের: বার্তা পুতিনের

Date:

হামাসের নৃশংস হামলার বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন তিনি। তাঁর কথায়, এই সমস্যা মেটানোর একমাত্র উপায় এটাই। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন বলেন, প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত মেটানোর জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। শান্তিপূর্ণভাবেই এই সমস্যা সমাধান করা উচিৎ।

ওই অনুষ্ঠানে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার লক্ষ্য হওয়া উচিত জাতিসংঘের দুটি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। যার অর্থ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা। ইজরায়েল অবশ্যই নির্মম হামলার মুখে পড়েছে। নিঃসন্দেহে আত্মরক্ষা করার অধিকার তাদের আছে।’ তিনি বলেন, “আমার মতে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মেটাতে দুটি স্বাধীন দেশ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের কিরগিজস্তান সফর ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই হামাস-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার মনোভাব স্পষ্ট করেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে সেনা নামানোর পর থেকে পুতিন খুব কমই রাশিয়ার বাইরে গেছেন। এই বিদেশ সফরের পর আগামী সপ্তাহে বেজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version