Monday, August 25, 2025

হামাসের নৃশংস হামলার বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন তিনি। তাঁর কথায়, এই সমস্যা মেটানোর একমাত্র উপায় এটাই। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন বলেন, প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত মেটানোর জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। শান্তিপূর্ণভাবেই এই সমস্যা সমাধান করা উচিৎ।

ওই অনুষ্ঠানে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার লক্ষ্য হওয়া উচিত জাতিসংঘের দুটি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। যার অর্থ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা। ইজরায়েল অবশ্যই নির্মম হামলার মুখে পড়েছে। নিঃসন্দেহে আত্মরক্ষা করার অধিকার তাদের আছে।’ তিনি বলেন, “আমার মতে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মেটাতে দুটি স্বাধীন দেশ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের কিরগিজস্তান সফর ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই হামাস-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার মনোভাব স্পষ্ট করেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে সেনা নামানোর পর থেকে পুতিন খুব কমই রাশিয়ার বাইরে গেছেন। এই বিদেশ সফরের পর আগামী সপ্তাহে বেজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...
Exit mobile version