Saturday, November 8, 2025

মহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত  

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তার আগেই শহরের রাস্তার হাল কেমন তা খতিয়ে দেখতেই কলকাতা পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor FIrhad Hakim)। দিন কয়েক আগেই টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রের কাছে শহরের একাধিক রাস্তার খারাপ অবস্থার কথা কানে আসে মেয়রের। আর তারপরই রাস্তা যাতে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুজোতে (Durga Pujo) যাতে সাধারণ মানুষের কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেকারণেই মহালয়ার (Mahalaya) মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দেন মেয়র। তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি মেয়র। মহালয়ার আগের দিন রাতেই শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ফিরহাদ। শুক্রবার রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ালেন মেয়র।

এদিন রাতে মেয়র সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে প্রথমে পৌঁছে যান শ্যামবাজার। তারপর একে একে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদহ হয়ে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট মোড়, গোলপার্কের মতো ব্যস্ততম রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এখানেই ক্ষান্ত হননি মেয়র। এরপর গোলপার্ক হয়ে মেয়র সোজা পৌঁছে যান টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা ও জোকার রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এদিন মেয়রের সঙ্গে কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। এদিন রাস্তার পাশাপাশি আলো, নিকাশি ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।

তবে এদিন শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ হন মেয়র। এরপরই রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

 

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version