Friday, November 7, 2025

মহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত  

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তার আগেই শহরের রাস্তার হাল কেমন তা খতিয়ে দেখতেই কলকাতা পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor FIrhad Hakim)। দিন কয়েক আগেই টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রের কাছে শহরের একাধিক রাস্তার খারাপ অবস্থার কথা কানে আসে মেয়রের। আর তারপরই রাস্তা যাতে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুজোতে (Durga Pujo) যাতে সাধারণ মানুষের কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেকারণেই মহালয়ার (Mahalaya) মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দেন মেয়র। তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি মেয়র। মহালয়ার আগের দিন রাতেই শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ফিরহাদ। শুক্রবার রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ালেন মেয়র।

এদিন রাতে মেয়র সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে প্রথমে পৌঁছে যান শ্যামবাজার। তারপর একে একে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদহ হয়ে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট মোড়, গোলপার্কের মতো ব্যস্ততম রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এখানেই ক্ষান্ত হননি মেয়র। এরপর গোলপার্ক হয়ে মেয়র সোজা পৌঁছে যান টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা ও জোকার রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এদিন মেয়রের সঙ্গে কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। এদিন রাস্তার পাশাপাশি আলো, নিকাশি ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।

তবে এদিন শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ হন মেয়র। এরপরই রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version