Wednesday, August 20, 2025

মহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত  

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তার আগেই শহরের রাস্তার হাল কেমন তা খতিয়ে দেখতেই কলকাতা পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor FIrhad Hakim)। দিন কয়েক আগেই টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রের কাছে শহরের একাধিক রাস্তার খারাপ অবস্থার কথা কানে আসে মেয়রের। আর তারপরই রাস্তা যাতে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুজোতে (Durga Pujo) যাতে সাধারণ মানুষের কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেকারণেই মহালয়ার (Mahalaya) মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দেন মেয়র। তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি মেয়র। মহালয়ার আগের দিন রাতেই শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ফিরহাদ। শুক্রবার রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ালেন মেয়র।

এদিন রাতে মেয়র সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে প্রথমে পৌঁছে যান শ্যামবাজার। তারপর একে একে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদহ হয়ে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট মোড়, গোলপার্কের মতো ব্যস্ততম রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এখানেই ক্ষান্ত হননি মেয়র। এরপর গোলপার্ক হয়ে মেয়র সোজা পৌঁছে যান টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা ও জোকার রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এদিন মেয়রের সঙ্গে কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। এদিন রাস্তার পাশাপাশি আলো, নিকাশি ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।

তবে এদিন শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ হন মেয়র। এরপরই রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version