Saturday, November 8, 2025

মহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত  

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। তার আগেই শহরের রাস্তার হাল কেমন তা খতিয়ে দেখতেই কলকাতা পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor FIrhad Hakim)। দিন কয়েক আগেই টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রের কাছে শহরের একাধিক রাস্তার খারাপ অবস্থার কথা কানে আসে মেয়রের। আর তারপরই রাস্তা যাতে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। পুজোতে (Durga Pujo) যাতে সাধারণ মানুষের কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেকারণেই মহালয়ার (Mahalaya) মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষের নির্দেশ দেন মেয়র। তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি মেয়র। মহালয়ার আগের দিন রাতেই শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন ফিরহাদ। শুক্রবার রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ালেন মেয়র।

এদিন রাতে মেয়র সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে প্রথমে পৌঁছে যান শ্যামবাজার। তারপর একে একে উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদহ হয়ে পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, গড়িয়াহাট মোড়, গোলপার্কের মতো ব্যস্ততম রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এখানেই ক্ষান্ত হননি মেয়র। এরপর গোলপার্ক হয়ে মেয়র সোজা পৌঁছে যান টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা ও জোকার রাস্তা পরিদর্শন করেন তিনি। তবে এদিন মেয়রের সঙ্গে কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের আধিকারিকরা। ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। এদিন রাস্তার পাশাপাশি আলো, নিকাশি ব্যবস্থা ও জলের সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখেন মেয়র।

তবে এদিন শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশ হন মেয়র। এরপরই রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version