Wednesday, November 5, 2025

সুইডেনে গবেষণা করতে গিয়ে বাঙালি ছাত্রীর র.হস্যজনক মৃ.ত্যু! গ্রে.ফতার ১  

Date:

সুইডেনে (Sweden) বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Mysterious Death)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রোশনি দাস (Roshni Das)। এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে সুইডেনে খুন করা হয়েছে। এলাকায় মেধাবী হিসাবে বেশ পরিচিতি আছে দুর্গাপুরের বাসিন্দা রোশনির। এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির ছাত্রী ছিলেন। ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর ৩২-এর ছাত্রীর দুর্গাপুরেই প্রাথমিক পড়াশোনা, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। চলতি মাসের ১৩ তারিখ আচমকাই রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এদিকে রোশনি দাসের পরিবার জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে আর রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে।

তবে রোশনির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাঁরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version