রাজধানীতে ভূমি.কম্প, ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের মাঝেই কেঁপে উঠল মাঠ

গত কয়েক দিনের মধ্যে দিল্লিতে এটি তৃতীয়বার ক*ম্পন অনুভূত হল। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে খেলছে ইংল্যান্ড-আফগানিস্তান (India v/s Afghanistan)। তার মাঝে দিল্লিতে ক*ম্পন অনুভূত হয়।

0
1

রবিবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল রাজধানী (Tremor in Delhi) । দিল্লি NCR এর গাজিয়াবাদে, ফরিদাবাদে , নয়ডায় আজ দুপুরে কম্পন (Earthquake of Magnitude) অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.১। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কম্পনের উৎসস্থল ফরিদাবাদ। যদিও কম্পনের তীব্রতা না থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর । গত কয়েক দিনের মধ্যে দিল্লিতে এটি তৃতীয়বার কম্পন অনুভূত হল। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে খেলছে ইংল্যান্ড-আফগানিস্তান (India v/s Afghanistan)। তার মাঝে দিল্লিতে কম্পন অনুভূত হয়।

বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বর এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। রবিবার হওয়ায়, দিল্লি রাজধানী এলাকার অধিকাংশ অফিসই বন্ধ ছিল। তবে, ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়, ছুটির দিনে ঘরে থাকা মানুষদের। এর আগে ৩ অক্টোবর একই ধরণের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা। পশ্চিম নেপালে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এদিন আবার হরিয়ানার ভূমিকম্প হওয়ার আগে, আফগানিস্তানে হেরাতের প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে আরও একটি শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ২০ মিনিট পর, ৫.৪ মাত্রার আরও একটি আফটারশক হয়।