Saturday, May 3, 2025

মোদিরাজ্যে কাজ করতে যাওয়াই কাল! ম.র্মান্তিক পরিণতি বাংলার দুই তরুণের

Date:

ফের মোদি রাজ্যে (Modi Govt) চরম নির্মমতার অভিযোগ সামনে এল। এবার গুজরাটে (Gujrat) কাজ করতে গিয়ে চরম অবস্থা হল বাংলার দুই তরুণের। দিন আনা দিন খাওয়া পরিবার। রাজ্য সরকারের সৌজন্যে আবাস যোজনায় ঘর মিলেছে। তবে সংসারে চরম অর্থাভাবের কারণে দু’পয়সা রোজগার করতে  মোদিরাজ্যে কাজ করতে গিয়েছিল রাহুল শেখ (১৮) ও সুমন শেখ (১৬) নামে কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামের ২ তরুণের। সেখানে গিয়ে চোর সন্দেহে দুজনের গণধোলাইয়ে মৃত্যু হল। শনিবার রাতে এমন খবর গ্রামে পৌঁছতেই এলাকাজুড়ে শোকের ছায়া। আর মোদিরাজ্যে এমন মর্মান্তিক ঘটনা সামনে আসায় মুখ পুড়ল ডবল ইঞ্জিন সরকারের (Double Engine Govt)। কৃষ্ণদেবপুরের পঞ্চায়েত সদস্য সফিজ শেখ প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত গুজরাটের আইন তলানিতে পৌঁছেছে। ওরা অপরাধ করলে পুলিশ ডাকুক। জেলে দিক। কিন্তু পিটিয়ে মেরে দেবে?

পরিবার সূত্রে খবর, মাস দুয়েক আগে রাহুল ও সুমন গুজরাটের রাজকোটে যায়। সেখানকার বহভানাগর রোড এলাকার একটি জুয়েলারিতে চাঁদির গহনা তৈরির কাজ শিখত দুজনে। কিন্তু সপ্তাহখানেক আগে দোকান থেকে কিছু গহনা চুরি যায়। এরপরই মালিকের সন্দেহ হয়, দোকান থেকে গহনা সরিয়েছে রাহুল আর সুমন। গত বৃহস্পতিবার দোকান মালিকের নেতৃত্বে সুমন ও রাহুলকে গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। সেখানেই জ্ঞান হারায় দুজনে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ হয়নি। ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ দোকানের মালিক-সহ অভিযুক্তদের গ্রেফতার করেছে।  নিহত রাহুলের মা অহিদা বিবি জানান, গ্রামে দিনমজুরের কাজ করত। তাতে রোজগার হত না। তার কারণে বাইরে গিয়েছিল। অন্যদিকে, নিহত সুমনের বাবা নিজাম শেখের কথায়, দুটো ছেলেকে এভাবে নৃশংসভাবে পিটিয়ে মারবে! ভেবেছিলাম দুটো পয়সা বাড়তি আয় হবে বলেই বাইরে কাজে পাঠিয়েছিলাম। তখন কি আর জানতাম, সন্তানকে এভাবে খুন হতে হবে! যারা এই কাজ করেছে, তাদের যেন চরম শাস্তি হয়। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার পাণ্ডে জানান, প্রশাসনের মাধ্যমে রাজকোটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোক দেহ আনতে বিমানে রাজকোট গিয়েছেন।

 

 

 

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version