Wednesday, May 7, 2025

মুখ্যমন্ত্রীর বাড়িতে রোনাল্ডিনহো: উত্তরীয় দিয়ে বরণ মমতার, জার্সি উপহার ফুটবল তারকার

Date:

কলকাতায় এসেই কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো। সোমবার, বিকেলে মন্ত্রী সুজিত বসু ফুটবল তারকাকে সঙ্গে নিয়ে যান মুখ্যমন্ত্রীর বাড়ি। বাইরের গেটে দাঁড়িয়ে বিশ্বজয়ী ব্রাজিলের তারকাকে স্বাগত জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। হাতে তুলে দেন ফুটবল। মমতার হাতে ব্রাজিলের জার্সি তুলে দেন রোনাল্ডিনহো।

রোনাল্ডিনহোর আর ১০ ফুটবল অ্যাকাডেমি এবার কলকাতায়। ব্রাজিলীয় ফুটবল তারকার এটিই প্রথম একাডেমি। সোমবার সকালে রোনাল্ডিনহো নিজেই উদ্বোধন করেন তাঁর অ্যাকাডেমির।

পুজোর শুরুতেই ফুটবল প্রিয় বাংলায় এসেছেন ফুটবল তারকা। রবিবার, কলকাতার বিভিন্ন পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনে সেখানেই একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, সদ্য সমাপ্ত স্পেন সফরে গিয়ে লা লিগার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। তিনি নিজেও বার্সেলোনায় গিয়ে ফুটবল মিউজিয়াম এবং স্টেডিয়াম দেখে এসেছেন। সবসময়ই বাংলার খেলাধুলো বিশেষ করে ফুটবলের বিষয় আগ্রহী এবং বাংলার ফুটবলের উন্নয়নে সব রকম সাহায্য করেন মুখ্যমন্ত্রী। বাংলার বিভিন্ন ক্লাব রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান পাচ্ছে। ‘জয়ী’ ফুটবল মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত। বিভিন্ন ক্লাবের সেই ফুটবল দেওয়া হয়।

পায়ে চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই থাকছেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন তিনি। সেখানেই এদিন রোনাল্ডিনহো এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সুজিত বসু ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাংলার তিন প্রধান ফুটবলদলের কর্তা ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মোহনবাগানের সত‍্যজিৎ চট্টোপাধ‍্যায়, মহামেডানের ইস্তিহাক আহমেদ।

Related articles

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে...

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...
Exit mobile version