শহর কলকাতার (Kolkata) ফের বুকে অগ্নিকাণ্ড। আজ সকালে আচমকাই কালীঘাটে একটি বাড়িতে আগুন লাগার কথা জানা যায়। ১৪ নম্বর কালীঘাট রোডের ওই বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে সকাল সকাল এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাট (Kalighat )এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কালীঘাট থানার পুলিশের (Kalighat Police) তরফেও দমকল কর্মীরা সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
