Friday, November 14, 2025

দেবীপক্ষের দ্বিতীয়ায় তীব্র যানজ.ট মহানগরীতে, ভিড়ে আটকে পড়ার আশ.ঙ্কা আজও!

Date:

মাতৃপক্ষের শুরু থেকেই ঠাকুর দেখার ভিড় শহর কলকাতায় (Puja Crowd in Kolkata)। স্কুল , কলেজ , অফিসের এখনও পর্যন্ত ছুটি পড়েনি। তাই খুব স্বাভাবিকভাবেই এই ভিড়ের ঠেলায় নাকাল নিত্য যাত্রীরা। সোমবার দেবীপক্ষের দ্বিতীয় দিনে ১০ মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিট। সকালের দিকে কিছুটা স্বাভাবিক ট্রাফিক থাকলেও, যত বিকেল গড়িয়েছে ততই যানজটের (Huge Traffic Congestion) জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাওড়া ব্রিজ (Howrah bridge)থেকে কলকাতা প্রবেশের রাস্তায় ছিল তীব্র যানজট। হসপিটাল রোড থেকে এজেসি বোস রোডে এবং এজেসি বোস রোড থেকে ডিএল খান রোড ক্রসিংয়েও তথৈবচ অবস্থা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পৌঁছতে এক ঘুম দিয়ে দেওয়া যাবে বাস বা অটোয়। বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে আসার জন্য যাঁরা মা ফ্লাইওভার ধরেছেন, ভোগান্তি হয়েছে তাঁদেরও।

ক্যালেন্ডারের হিসেব বলছে আজ তৃতীয়া। পুজোর অফিশিয়াল সূচনা হতে আরও দিন দুয়েক সময় আছে। কিন্তু কলকাতার রাস্তা দেখে সেটা বোঝার উপায় নেই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠাকুর দেখার ভিড়। কিন্তু এখনও পর্যন্ত তো সব জায়গায় পুজোর ছুটি পড়েনি। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়ে গেছে। দক্ষিণে গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর-গড়িয়া যাওয়ার রাস্তার যানজটে ভিরমি খেতে হচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক যেতে অন্যান্য দিনের থেকে আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় লাগছে। আজ তৃতীয়াতেও একই দুর্ভোগের ছবি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version