Wednesday, November 5, 2025

হা.মাসের সদর দফতরে পাল্টা হা.না ইজরায়েলের! গাজার হাসপাতালে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

সময় যত গড়াচ্ছে যুদ্ধের পারদ ক্রমশই বাড়ছে গাজায় (Gaza)। আগেই হামাস জঙ্গিগোষ্ঠীকে সমূলে বিনাশ করার ডাক দিয়েছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই মতো এবার গাজায় হামাসের সদর দফতর গুঁড়িয়ে দিল ইজরায়েলি (Israel) বিমানবাহিনী (Airforce)। একইসঙ্গে এই জঙ্গিদের অর্থের মূল ভাণ্ডার হিসেবে ব্যবহৃত ব্যাঙ্কটিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইজরায়েলি এয়ার স্ট্রাইকের (Air Strike) জেরে কমপক্ষে ৬০০ লোকের মৃত্যু হয়েছে বলে খবর। আরও মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ইজরায়েলি বিমান হামলার ভয়ে গাজা শহরের অন্যতম বড় এই হাসপাতালে হাজার হাজার জখম প্যালেস্তিনীয় নাগরিক ভর্তি ছিলেন। তবে এদিন মুহূর্তের মধ্যে সব নিশ্চিহ্ন হয়ে যায়। যদিও এই হামলার কথা অস্বীকার করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। এদিকে, হামাসকে উৎখাত করতে গাজা অবরোধের সিদ্ধান্ত নেয় ইজরায়েল। বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ, খাদ্য ও জল। হামাসের সদর দফতর এবং ব্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি হামাসের একাধিক আস্তানায় বোমা নিক্ষেপ করা হচ্ছে। জঙ্গিদের নিষ্ক্রিয় করতে একাধিক এলাকায় নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রও। ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজা উপত্যকায় ফের হামাসের একজন প্রথম সারির নেতার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ইজরায়েলি বিমানবাহিনী গাজায় ২৫০টি বেশি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে বলে জানা গিয়েছে।

গাজা প্রশাসন সূত্রে খবর, ইজরায়েলের হামলায় ২ হাজার ৭৫০ জন প্যালেস্তাইন নাগরিকের মৃ্ত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৯ হাজার ৭০০ জন। অন্যদিকে, ২০০ থেকে ২৫০ জন ইজরায়েলি নাগরিককে বন্দি করা হয়েছে। তবে গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইজরায়েলি বিমানবাহিনী। জঙ্গি সংগঠন হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version