Sunday, November 9, 2025

পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

Date:

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই বাঙালির দুর্গাপুজোর (Durga Puja) শাস্ত্রীয় সূচনার পাশাপাশি সিনে পুজোরও অফিসিয়াল উদ্বোধন। পুজোর চারদিনের জন্য ৪ বাংলা ছবি প্রস্তুত। অনেকেই বলছেন একসঙ্গে চার রকম বৈশিষ্ট্য , আলাদা গল্প আর প্রতি সিনেমায় আলাদা অভিনেতাদের নিয়ে এভাবে কোনও ছবিদের মুক্তি সাম্প্রতিক কালে হয়নি। তাই ক্রেজ বাড়ছে। সেই কথা মাথায় রেখে এবং শাহরুখ – সলমনদের মাঝে বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এই পুজোয় খোলা থাকছে নন্দন (Nandan) সিনে প্রেক্ষাগৃহ। গত ৭ অক্টোবর থেকে মেরামতির জন্য এই থিয়েটার হল বন্ধ রাখা হয়েছে। তাতে মন খারাপ সিনে প্রেমীদের। কারণ সাধ্যের মধ্যে মাল্টিপ্লেক্স ফিলিং একমাত্র নন্দনই দিতে পারে। তাই তো সিনে মুক্তির সঙ্গে সঙ্গে নন্দনের টিকিট সবার আগে বিক্রি হয়। কিন্তু পুজোর বড় বড় ছবি এখানে দেখতে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে ষষ্ঠী থেকেই ফের খুলছে নন্দন (Nandan)।

শেষ মুহূর্তে টলিপাড়ায় নির্মাতারা জল মেপে নিতে ব্যস্ত। ‘রক্তবীজ’ (Raktabweej), ‘দশম অবতার'(Dwasham Awataar), ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Masi), ‘ বাঘা যতীন’ (Bagha Jatin) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। কেমন চলছে অগ্রিম বুকিং বা কোথায় হলের সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরমাঝে নন্দন প্রেক্ষাগৃহ খোলা থাকবে জেনে স্বস্তিতে নির্মাতা ও দর্শকরাও। ঠাকুর দেখার ফাঁকে টুক করে সিনেমাটাও কীভাবে দেখে নেওয়া যাবে সেই প্ল্যানিং শুরু হয়ে গেছে। শুধুমাত্র বিজয়া দশমীর দিন নন্দন বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে রক্তবীজ ছায়াছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) বললেন, ‘‘পুজোর সময় বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেখানে শুধুমাত্র বাংলা ছবির কথা ভেবে নন্দন খোলা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।” পুজোয় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil)পরিচালিত ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। পরিচালক বাংলার সরকারকে ধন্যবাদ দিয়ে বলছেন, এর থেকে ভাল খবর আর হতে পারে না। যদিও ৪টি ছবিই নন্দনে মুক্তি পাবে কীনা তা এখনও স্পষ্ট নয়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version