Thursday, August 21, 2025

৩২ হাজার কোটির দুর্নীতি! ফের আদানিদের বিরুদ্ধে সরব রাহুল

Date:

ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনে, সেটা দ্বিগুণ দামে দেখিয়ে, সেই বর্ধিত দামের ভিত্তিতে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে আদানি। এভাবেই সাধারণ মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা চুরি করেছে আদানি গোষ্ঠী(Adani Group)। আদানিদের বিরুদ্ধে এবার ৩২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ(Congress MP) রাহুল গান্ধী(Rahul Gandhi)।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, “আগে আমরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছিলাম। কিন্তু সেটা ভুল ছিল।” এক সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে রাহুল বলেন, কয়লার মাধ্যমে আদানিরা আরও ১২ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। রাহুল বলেন, আদানি গোষ্ঠীর মোট দুর্নীতির পরিমান ৩২ হাজার কোটি টাকা। যা সরাসরি মানুষের পকেট থেকে চুরি করা। এরপর রাহুল জানান, এই বিরাট দুর্নীতি যে কোনও সরকার ফেলে দিতে পারে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আদানিদের এই বিরাট দুর্নীতির তদন্ত করবে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে আলাদা করে আদানিদের বিরুদ্ধে তদন্ত করা যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে বলে জানান কংগ্রেস সাংসদ।

প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। সেই কাজে তাদের সাহায্য করেছিল তাইওয়ানের ওই সংস্থা। বস্তুত, এই মুহূর্তে দেশের কয়লা আমদানির বাজার পুরোপুরি আদানিদেরই দখলে। তাই কয়লা আমদানির বেশি খরচ দেখাতে বিশেষ অসুবিধাও হয়নি। ওই রিপোর্টকে হাতিয়ার করেই এদিন আদানিদের আক্রমণ করলেন রাহুল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version