Thursday, August 21, 2025

পঞ্চমীর সন্ধেয় ছন্দপতন! আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির লাইট শো, হ.তাশ দর্শনার্থীরা

Date:

পঞ্চমীতেও শহরে জনজোয়ার। লেকটাউন থেকে নিউ আলিপুর যেদিকেই চোখ যায় শুধুই কালো মাথার সারি। যার জেরে রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। আর পঞ্চমীর সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির (Sreebhumi Sporting Club) ‘ডিজনিল্যান্ডে’র (Disneyland) লাইট শো (Light Show)। যা দেখতে এত মানুষের ঢল, সেটাই বন্ধ করে দেওয়া হয় বলে খবর। মণ্ডপে গিয়ে লাইট শো দেখতে না পেয়ে হতাশ দর্শনার্থীরা।

এদিকে এদিন সন্ধ্যার পর থেকে শ্রীভুমির মণ্ডপ চত্বরে তিল ধরানোর জায়গা নেই। বৃহস্পতিবার ডিজনিল্যান্ডে ঢোকার লাইনে দাঁড়িয়েই সেলফি, ফেসবুক লাইভ করছিলেন নতুন প্রজন্মের যুবক–যুবতীরা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায় ডিজনিল্যান্ডের লাইট শো। জানা গিয়েছে, কাছেই বিমানবন্দর হওয়ার কারণে এই লাইটে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। তবে এমন ভিড় যে হবে সেটা আগেভাগেই অনুমান করেছিল বিধাননগর কমিশনারেট। তাই ঢেলে সাজানো হয় ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা। তারপরও যানজট দেখা গিয়েছে।

আর মণ্ডপে এসে আলোর শো দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে। সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আরজি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের চালু করা হতে পারে লাইট শো।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version