Friday, November 14, 2025

সংঘাত চরমে, ভারতের চাপে ৪১ কূটনীতিককে দেশে ফেরাচ্ছে কানাডা

Date:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতেই এবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে বাধ্য হল কানাডা। তাদের সঙ্গে আরো ৪২ জন সহযোগী কানাডায় ফিরে যাচ্ছেন। ভারতের অবস্থানের জন্যই এই সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে বলে কানাডার বিদেশমন্ত্রী এদিন জানিয়েছেন। ডেডলাইন ২১ অক্টোবরের ঠিক একদিন আগেই ভারত থেকে ৪১ কুটনীতিককে সরালো কানাডা। দিল্লি আগেই জানিয়েছিল ২১ অক্টোবরের আগে সরাতে হবে তাঁদের। এবার ঠিক তাই করলো ট্রুডোর সরকার।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছিলেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, দিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা সেই তুলনায় অনেক বেশি। তাই দুই দেশের মধ্যে সমতা রাখতে ৪০ জন কূটনীতিককে ফেরানের নির্দেশ দিয়েছে ভারত। কুটনীতিকদের ফিরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলির অভিযোগ, “৪১ জন কূটনীতিকের কূটনৈতিক সুবিধা প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছিল তা নজিরবিহীন নয়, আন্তর্জাতিক আইনের পরিপন্থীও।” মেলানি (Melanie Joly) জানান, “অটোয়া কানাডার ২১ জন কূটনীতিক এবং তাদের পরিবার ছাড়া বাকি কূটনীতিকদের প্রত্যাহার করতে বাধ্য হল। ভারত থেকে তাদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে।”

গত জুন মাসে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো (Justin Trudeau) অভিযোগ করেন, নিজ্জর খুনের পিছনে ভারতের হাত রয়েছে। তারপর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত।

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version